ফিনল্যান্ডের ভাষা
ফিনল্যান্ডের দুইটি সরকারী ভাষা হল ফিনীয় ও সুয়েডীয়। সরকারীভাবে স্বীকৃত সংখ্যালঘু ভাষাগুলি হল সামি, রোমানি এবং ফিনীয় প্রতীকী ভাষা।
ফিনল্যান্ডের ভাষা | |
---|---|
সরকারী ভাষা(সমূহ) | ফিনীয় ভাষা ৯২%, সুয়েডীয় ভাষা ৬% |
সংখ্যালঘু ভাষা(সমূহ) | সামি ভাষা, রোমানি ভাষা, ফিনীয় প্রতীকী ভাষা |
প্রধান অভিবাসী ভাষা(সমূহ) | রুশ ভাষা, এস্তোনীয় ভাষা |
প্রধান বিদেশী ভাষা(সমূহ) | ইংরেজি ভাষা ৬৩%, সুয়েডীয় ভাষা ৪১%[1], German 18%, French 3% (Source: ) |
তথ্যসূত্র
- Swedish is spoken by about 6% of the population as native language and by 41% as a second language.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.