ফিজি ফুটবল অ্যাসোসিয়েশন

ফিজি ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Fiji Football Association; এছাড়াও সংক্ষেপে এফএফএ নামে পরিচিত) হচ্ছে ফিজির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৮ সালে ফিজি ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন নামে প্রতিষ্ঠিত হয়েছে, যা ১৯৬১ সালে বর্তমান নামে নামকরণ করার পূর্ব পর্যন্ত বিদ্যমান ছিল। এটি প্রতিষ্ঠার ২৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৮ বছর পর ১৯৬৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ফিজির রাজধানী সুভায় অবস্থিত।

ফিজি ফুটবল অ্যাসোসিয়েশন
ওএফসি
প্রতিষ্ঠিত১৯৩৮ (1938)[1]
সদর দপ্তরসুভা, ফিজি
ফিফা অধিভুক্তি১৯৬৪[1]
ওএফসি অধিভুক্তি১৯৬৬
সভাপতি রাজেশ প্যাটেল
সহ-সভাপতি
তালিকা
  • আব্দুল কাদার
  • জিতেন্দ্র কুমার
  • এডউইন চাঁদ
  • গির্জা প্রসাদ
  • জিতেন্দ্র রেড্ডি
  • যগেশ্বর সিং
  • আয়াজ উমরজি
  • সুসান ওয়াইজ
ওয়েবসাইটwww.fijifootball.com.fj

এই সংস্থাটি ফিজির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ফিজি প্রিমিয়ার লীগ এবং ফিজি জ্যেষ্ঠ লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ফিজি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রাজেশ প্যাটেল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মুহাম্মদ ইউসুফ।

কর্মকর্তা

২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিরাজেশ প্যাটেল
সহ-সভাপতিআব্দুল কাদার
জিতেন্দ্র কুমার
এডউইন চাঁদ
গির্জা প্রসাদ
জিতেন্দ্র রেড্ডি
যগেশ্বর সিং
আয়াজ উমরজি
সুসান ওয়াইজ
সাধারণ সম্পাদকমুহাম্মদ ইউসুফ
কোষাধ্যক্ষরবীন্দ্র স্বামী
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকমোইজ মুনিফ
প্রযুক্তিগত পরিচালকযগেন দত্ত
ফুটসাল সমন্বয়কারীম্রা সাহিব
জাতীয় দলের কোচ (পুরুষ)ফ্লেমিং সেরিতস্লেভ
জাতীয় দলের কোচ (নারী)রায়ু রোডু
রেফারি সমন্বয়কারীরাকেশ বর্মন

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.