ফিজি জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল
ফিজি জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (ইংরেজি: Fiji national under-20 football team; যা ফিজি অনূর্ধ্ব-২০ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ফিজির প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২০ দল, যার সকল কার্যক্রম ফিজির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিজি ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[1] ১৯৭৮ সালের ১১ই নভেম্বর তারিখে, ফিজি অনূর্ধ্ব-২০ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে তারা ১–১ গোলে ড্র করেছিল।
![]() | |||
ডাকনাম | বুলা বয়েজ | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | ফিজি ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | ওএফসি (ওশেনিয়া) | ||
প্রধান কোচ | বল রেড্ডি | ||
অধিনায়ক | সাভেনাকা বালেদ্রোকাদ্রোকা | ||
সর্বাধিক ম্যাচ | প্রনীল নাইড়ু নরেন্দ্র রাও (১২) | ||
শীর্ষ গোলদাতা | রুসিয়াতে মাতেরেরেগা (৫) | ||
মাঠ | এএনজেড জাতীয় স্টেডিয়াম | ||
ফিফা কোড | FIJ | ||
ওয়েবসাইট | www | ||
| |||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (অকল্যান্ড, নিউজিল্যান্ড; ১১ নভেম্বর ১৯৭৮) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (সুভা, ফিজি; ৬ সেপ্টেম্বর ১৯৯৮) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (মেলবোর্ন, অস্ট্রেলিয়া; ২১ ডিসেম্বর ২০০২) | |||
ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ২১ (১৯৭৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (২০১৪) | ||
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ১ (২০১৫-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০১৫) |
১৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট এএনজেড জাতীয় স্টেডিয়ামে বুলা বয়েজ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ফিজির রাজধানী সুভায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফিজিয়ান সাবেক ফুটবল খেলোয়াড় বল রেড্ডি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ফ্র্যাঙ্কস্টন পাইন্সের মধ্যমাঠের খেলোয়াড় সাভেনাকা বালেদ্রোকাদ্রোকা।[2][3]
ফিজি অনূর্ধ্ব-২০ এপর্যন্ত মাত্র এক বার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করা, যেখানে তারা শুধুমাত্র ৩ অর্জন করতে সক্ষম হয়েছিল।। অন্যদিকে, ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও অন্যতম সফল দল, যেখানে তারা একটি (২০১৪) শিরোপা জয়লাভ করেছে।
প্রনীল নাইড়ু, নরেন্দ্র রাও, জেল দ্রেলোয়া, রয় কৃষ্ণ এবং রুসিয়াতে মাতেরেরেগার মতো খেলোয়াড়গণ ফিজি অনূর্ধ্ব-২০ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
প্রতিযোগিতামূলক তথ্য
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
![]() | প্রতিষ্ঠিত হয়নি | |||||||
![]() | উত্তীর্ণ হয়নি | |||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | ||||||||
![]() | গ্রুপ পর্ব | ১৯তম | ৩ | ১ | ০ | ২ | ৪ | ১১ |
![]() | প্রতিষ্ঠিত হয়নি | |||||||
![]() | ||||||||
![]() | কোভিড-১৯ মহামারীর কারণে বাতিল[4] | |||||||
![]() | অনির্ধারিত | |||||||
মোট | গ্রুপ পর্ব | ১/২২ | ৩ | ১ | ০ | ২ | ৪ | ১১ |
তথ্যসূত্র
- "Fiji U20" [ফিজি অনূর্ধ্ব-২০]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "Fiji Under 20: Squad" [ফিজি অনূর্ধ্ব-২০: দল]। soccerway.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "Fiji U20 - Club profile" [ফিজি অনূর্ধ্ব-২০ – ক্লাবের তথ্য]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "Update on FIFA Women's World Cup™ and men's youth competitions" [ফিফা নারী বিশ্বকাপ এবং পুরুষদের যুব প্রতিযোগিতার হালনাগাদকৃত তথ্য]। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ ফিজি জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- ওএফসি-এ ফিজি জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (ইংরেজি)