ফাসিয়াখালি বন্যপ্রাণী অভয়ারণ্য

ফাসিয়াখালি বন্যপ্রাণ অভয়ারণ্য বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০০৭ সালের ১১ এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়। ১৩০২.৪৩ হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি গঠিত।[1]

ফাসিয়াখালি বন্যপ্রাণ অভয়ারণ্য
বাংলাদেশে অবস্থান
অবস্থানকক্সবাজার, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ
নিকটবর্তী শহররামু
স্থানাঙ্ক২১.৫৫৫৬৬৯° উত্তর ৯২.১১৪১৮৮° পূর্ব / 21.555669; 92.114188
আয়তন১৩০২.৪৩ হেক্টর
স্থাপিত২০০৭
কর্তৃপক্ষবাংলাদেশ বন বিভাগ

উদ্ভিদ ও প্রাণী

ফাসিয়াখালি বন্যপ্রাণ অভয়ারণ্যে সাময়িকভাবে বিচরণকারী এশীয় হাতির দেখা পাওয়া যায়।[2]

তথ্যসূত্র

  1. "বন্যপ্রানী অভয়ারণ্য"জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ। ২০১৭-০১-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০২
  2. আজিজুর রহমান। "হাতিরা যাবে কোথায়"দৈনিক মানবকণ্ঠ। ৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.