ফার্ন

ফার্ন হল টেরিডোফাইট প্রজাতির উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ হলো ফার্ন। এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতো মূল,কান্ড ও পাতায় বিভক্ত। এদের ফুল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে।

ফার্ন
সময়গত পরিসীমা: Late Devonian'"`UNIQ--ref-০০০০০০০১-QINU`"'—Recent
কা
পা
ক্রি
প্যা
A fern unrolling a young frond
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
উপজগৎ: Embryophyta
শ্রেণীবিহীন: Monilophytes or pteridophytes
Classes
  • Cladoxylopsida
  • Psilotopsida
  • Equisetopsida (alias Sphenopsida)
  • Marattiopsida
  • Polypodiopsida (alias Pteridopsida, Filicopsida)
  • Zygopteridales
  • Stauropteridales
  • Rhacophytales
প্রতিশব্দ
  • Monilophyta
  • Polypodiophyta
  • Filices
  • Filicophyta

জীবন চক্র

Pteris উদ্ভিদে সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান, কারণ এখানে স্পোরোফাইটিক জনুর সাথে গ্যামিটোফাইটিক জনুর অনুক্রমের মাধ্যমে জীবনচক্র সম্পন্ন হয়। Pteris উদ্ভিদ স্পোরোফাইটিক তথা ডিপ্লয়েড (2n)। এটি হতে উৎপন্ন সোরাস, সোরাসে অবস্থিত স্পোরোন্জিয়াম এবং স্পোরোন্জিয়ামের ক্যাপসিউলের ভেতরে অবস্থিত স্পোর মাতৃকোষও ডিপ্লয়েড।[1]

আবাসস্থল

পুরাতন ভাংগা স্যাতস্যাতে দেয়ালের গায়ে জন্মায়। ইটের স্তুপে এরা ভালো জন্মায়। প্রাচীরের গায়ে জন্মায় বলে এদের সাব এরিয়াল বলা হয়।

অর্থনৈতিক গুরুত্ব

  • Pteris উদ্ভিদ শাক হিসেবে খাওয়া হয়।
  • ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়
  • সার হিসেবে ব্যবহার করা যায়।

তথ্যসূত্র

  1. [banglapedia "farn jatio udbhider boisisto"] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ ১০.১০.২০১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.