ফায়াদ আলম

ফায়াদ আলম (উর্দু: فواد عالم; জন্ম: ৮ অক্টোবর, ১৯৮৫) হলেন একজন পাকিস্তানি প্রথম শ্রেনীর ক্রিকেটার। তিনি প্রাথমিকভাবে একজন বাম হাতি ব্যাটসম্যান কিন্তু বল করেন বাহাতি স্লো অর্থডক্স। তার পিতা তারিক ছিলেন পাকিস্তানের দীর্ঘ দিন ধরে অংশ নেয়া প্রথম শ্রেণীর ক্রিকেটার।

ফায়াদ আলম
فواد عالم
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামফায়াদ আলম
জন্ম (1985-10-08) ৮ অক্টোবর ১৯৮৫
করাচি, সিন্ধু, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনবাহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনস্লো লেফ্ট আর্ম অর্থডক্স
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৯৬)
১২ জুলাই ২০০৯ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট২৪ নভেম্বর ২০০৯ বনাম নিউজিল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৫৬)
২২ মে ২০০৭ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই৮ নভেম্বর ২০১০ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৩–২০০৬পাকিস্তান কাস্টমস
২০০৩–বর্তমানকরাচি ডলফিন
২০০৬–২০০৭করাচি হারবার
২০০৬–বর্তমানপাকিস্তান ন্যাশনাল ব্যাংক
২০০৮–২০০৯সিন্ধ ডলফিন
২০১২–বর্তমানদুরন্ত রাজশাহী
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টৈস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৭ ১০০ ১০৫
রানের সংখ্যা ২৫০ ৬০৩ ৭,৬৪৬ ৩,২৭৭
ব্যাটিং গড় ৪১.৬৬ ৩৭.৬৮ ৫৫.৪০ ৪৫.৫১
১০০/৫০ ১/০ ০/৪ ২০/৩৮ ৪/২১
সর্বোচ্চ রান ১৬৮ ৬৪ ২৯৬* ১২৭
বল করেছে ৩৬২ ২,৩০১ ২,৫২৭
উইকেট ২৯ ৫১
বোলিং গড় ৮৩.০০ ৩৯.৬৫ ৪১.৩৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a
সেরা বোলিং ১/৮ ৪/২৭ ৫/৫৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ৯/– ৪৭/– ৪৪/–
উৎস: Cricinfo, 30 November 2013

খেলোয়াড়ী জীবন

মাত্র ১৭ বছর বয়সে তার প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে। ফাহাদ পাকিস্তান কাস্টমস ও করাচি দলের হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেট খেলে থাকেন। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার জন্য নির্বাচন হন যেটিতে পাকিস্তান জয় লাভ করেছিল।

ব্যক্তিগত জীবন

ফাহাদ আলম ২০১১ সালের নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[1]

টেস্ট শতক

ফাহাদ আলমের টেস্ট শতক
#রানম্যাচপ্রতিপক্ষশহর/দেশমাঠবছর
[১]১৬৮ শ্রীলঙ্কাকলম্বো, শ্রীলঙ্কাপি এস এস২০০৯

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.