ফাঁসিয়াখালী ইউনিয়ন, চকরিয়া
ফাঁসিয়াখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন।
ফাঁসিয়াখালী | |
---|---|
ইউনিয়ন | |
৮নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ | |
ফাঁসিয়াখালী ফাঁসিয়াখালী | |
স্থানাঙ্ক: ২১°৪৫′৬″ উত্তর ৯২°৬′১২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা |
আয়তন | |
• মোট | ১৭.৮১ বর্গকিমি (৬.৮৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪০,১৯৭ |
• জনঘনত্ব | ২,৩০০/বর্গকিমি (৫,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৬.৫৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
ফাঁসিয়াখালী ইউনিয়নের আয়তন ৪৪০০ একর (১৭.৮১ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ফাঁসিয়াখালী ইউনিয়নের লোকসংখ্যা ৪০,১৯৭ জন। এর মধ্যে পুরুষ ২১,০৪৫ জন এবং মহিলা ১৯,১৬২ জন।[2]
অবস্থান ও সীমানা
চকরিয়া উপজেলার পূর্বাংশে ফাঁসিয়াখালী ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে ডুলাহাজারা ইউনিয়ন, পশ্চিমে চকরিয়া পৌরসভা ও চিরিঙ্গা ইউনিয়ন, উত্তরে কাকারা ইউনিয়ন এবং পূর্বে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন ও বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন অবস্থিত।
নামকরণ
কথিত আছে যে, হাসান রাজার মেয়ের নাম ছিল ফাঁসিয়া। তার নামে ফাঁসিয়াখালী নামকরণ হয়।[3]
প্রশাসনিক কাঠামো
ফাঁসিয়াখালী ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- হাজিয়ান
- দিগরপানখালী
- পুকপুকুরিয়া
- উচিতারবিল
- উত্তর ঘুনিয়া
- দক্ষিণ ঘুনিয়া
- রাজারবিল
- সিকদারপাড়া
- খোন্দকারপাড়া
- উত্তর ফাঁসিয়াখালী
- দক্ষিণ ফাঁসিয়াখালী
- ছাইরাখালী
শিক্ষা ব্যবস্থা
ফাঁসিয়াখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬.৫৩%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়,১টি কিন্ডারগার্টেন,২টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- দিগরপানখালী উচ্চ বিদ্যালয়
- রশিদ আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- এস এ আইডিয়াল কিন্ডারগার্টেন
- মাদ্রাসা
- দিগরপানখালী দারুল উলুম মহিলা দাখিল মাদ্রাসা
- হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- আল বালাগুল মুবিন মাদ্রাসা
- ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছাইরাখালী বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দিগরপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুকপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাজারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
ফাঁসিয়াখালী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চিরিঙ্গা-পূর্ব বড় ভেওলা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।
ধর্মীয় উপাসনালয়
ফাঁসিয়াখালী ইউনিয়নে ৪১টি মসজিদ, ৬টি মন্দির ও ১টি বিহার রয়েছে।[2]
খাল ও নদী
ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে কুমারী ছড়া, মরা কুমারী ছড়া, ফাঁসিয়াখালী ছড়া।[8]
হাট-বাজার
ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল হাঁসের দীঘি বাজার, গাবতলী বাজার, অলি শাহ বাজার ও ভেণ্ডি বাজার।[9]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: জনাব হেলাল উদ্দিন হেলালী [11]
আরও দেখুন
তথ্যসূত্র
- "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে ফাঁসিয়াখালী ইউনিয়ন - ফাঁসিয়াখালী ইউনিয়ন - ফাঁসিয়াখালী ইউনিয়ন"। fashiakhaliup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- "ফাঁসিয়াখালী ইউনিয়নের ইতিহাস - ফাঁসিয়াখালী ইউনিয়ন - ফাঁসিয়াখালী ইউনিয়ন"। fashiakhaliup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - ফাঁসিয়াখালী ইউনিয়ন - ফাঁসিয়াখালী ইউনিয়ন"। fashiakhaliup.coxsbazar.gov.bd। ২৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- "মাধ্যমিকবিদ্যালয় - ফাঁসিয়াখালী ইউনিয়ন - ফাঁসিয়াখালী ইউনিয়ন"। fashiakhaliup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- "মাদ্রাসা - ফাঁসিয়াখালী ইউনিয়ন - ফাঁসিয়াখালী ইউনিয়ন"। fashiakhaliup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=12%5B%5D
- "খাল ও নদী - ফাঁসিয়াখালী ইউনিয়ন - ফাঁসিয়াখালী ইউনিয়ন"। fashiakhaliup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- "হাট বাজারের তালিকা - ফাঁসিয়াখালী ইউনিয়ন - ফাঁসিয়াখালী ইউনিয়ন"। fashiakhaliup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- "দর্শনীয়স্থান - ফাঁসিয়াখালী ইউনিয়ন - ফাঁসিয়াখালী ইউনিয়ন"। fashiakhaliup.coxsbazar.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- "- ফাঁসিয়াখালী ইউনিয়ন - ফাঁসিয়াখালী ইউনিয়ন"। fashiakhaliup.coxsbazar.gov.bd। ২৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।