ফাঁসিতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়

ফাঁসিতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Fasitola BL High School) কামারদহ ইউনিয়ন এর প্রাণকেন্দ্রে অবস্থিত। [1]

Fasitola BL High School
ফাঁসিতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
ঠিকানা
ঢাকা-রংপুর মহাসড়ক



তথ্য
ধরনসহশিক্ষা কার্যক্রম
নীতিবাক্যজ্ঞানীই আলো
প্রতিষ্ঠাকাল১৯৬৯ খ্রীস্টাব্দ
প্রধান শিক্ষকআলহাজ্ব মোঃ মতিয়ার রহমান
শ্রেণীশ্রেণী ৬ষ্ঠ - ১০ম
লিঙ্গসমন্বিত
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনউপশহর
ক্রীড়াফুটবল, ক্রিকেট
ডাকনামহাই স্কুল
শিক্ষা বোর্ডদিনাজপুর শিক্ষা বোর্ড

অবস্থান

ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম,করতোয়া নদীর পূর্বে এবং কামারদহ ইউনিয়নের প্রাণকেন্দ্র ফাঁসিতলা জামে মসজিদ সংলগ্নে ফাঁসিতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় অবস্থিত।[2]

অবকাঠামো

বিদ্যালয়ের মূল ফটক বরাবর পশ্চিমে উত্তর-দক্ষিণে দ্বিতল বিশিষ্ট অফিস ও বিজ্ঞান ভবন এবং এর দুপাশে শ্রেণিকক্ষ নির্মিত হয়েছে। বিদ্যালয়ের উত্তরদিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার।শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য রয়েছে পর্যাপ্ত খেলার মাঠ।এছাড়াও বিদ্যালয়ের বহুতল ভবন নিমার্ণ প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষা সহায়ক কার্যক্রম

  • শরীরচর্চা শিক্ষা
  • লাইব্রেরি অনুশীলন
  • বিতর্ক প্রতিযোগিতা
  • শিক্ষা সফর
  • স্কাউট।

বিভাগ

বিজ্ঞান

মানবিক

খেলাধুলা

ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত আলো-বাতাস সম্পন্ন রয়েছে উন্মুক্ত খেলার মাঠ,বিকালে এখানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা হয়ে থাকে।বিদ্যালয়ে প্রতিবছর বার্ষিক-ক্রীড়া প্রতিযোগিতায় ফাঁসিতলার সকল প্রতিষ্ঠানের খেলাধুলার আয়োজন এবং উপজেলা, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কামারদহ ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.