ফলিত পদার্থবিজ্ঞান

ফলিত পদার্থবিজ্ঞান (ইংরেজি: Applied physics) পদার্থবিজ্ঞানের একটি শাখা, যেখানে বৈজ্ঞানিক বা প্রকৌশলের সমস্যাগুলি সমাধান করার উদ্দেশ্যে পদার্থবিজ্ঞান প্রয়োগ করা হয়। তাই ফলিত পদার্থবিজ্ঞান প্রকৌশল ও পদার্থবিজ্ঞানের মধ্যে সেতু হিসেবে কাজ করে।

লেজারের সাহায্যে পরীক্ষা
A magnetic resonance image

ফলিত পদার্থবিজ্ঞান ও বিশুদ্ধ পদার্থবিজ্ঞানের মধ্যে পার্থক্য সূক্ষ্ম। গবেষকদের মনোভাব ও প্রেষণা এবং গবেষণাকর্মটি দ্বারা যে প্রযুক্তি বা বিজ্ঞানের যে শাখাটি প্রভাবিত হবে, তার সাথে গবেষণাকর্মটির সম্পর্কের উপর ভিত্তি করে পদার্থবিজ্ঞানকে ফলিত বা বিশুদ্ধ গণ্য করা হতে পারে। একদিকে ফলিত পদার্থবিজ্ঞানের শেকড় ভৌত বিজ্ঞানসমূহের মৌলিক সত্য ও প্রত্যয়গুলিতে প্রোথিত, আবার অন্যদিকে এটির মূল উদ্দেশ্য হল বৈজ্ঞানিক নীতিগুলিকে ব্যবহারিক যন্ত্রপাতি ও ব্যবস্থায় কাজে লাগানো এবং বিজ্ঞানের অন্যান্য শাখা ও উচ্চ প্রযুক্তিগুলিতে পদার্থবিজ্ঞানের প্রয়োগ।[1]

ফলিত পদার্থবিজ্ঞানে গবেষণার উদাহরণ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "General Information on Applied Physics"। Stanford Department of Applied Physics। ৭ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.