ফলিত নীতিশাস্ত্র

ফলিত নীতিশাস্ত্র (Applied ethics) হচ্ছে ব্যক্তিগত বা সর্বজনীন সমস্যা নির্দিষ্ট কিছু বিষয় বা সমস্যার ক্ষেত্রে নৈতিক অবস্থান থেকে নেয়া একটি দার্শনিক অবস্থান, যেখানে সেই বিষয় বা সমস্যার ক্ষেত্রে নৈতিক বিচার করতে হয়। তাই এটি আমাদের প্রাত্যহিক জীবনের অনেক ক্ষেত্রে কোনটি নৈতিক তা শনাক্ত করার জন্য দার্শনিক পদ্ধতি ব্যবহার করে। যেমন জীবনীতিশাস্ত্র সম্প্রদায় জীবন বিজ্ঞানে আইনি সমস্যার ক্ষেত্রে সঠিক কার্য কী হবে তা শনাক্ত করে, যেমন ইউথেনেশিয়া (কষ্ট থেকে পরিত্রাণ দিতে জীবন এর পরিসমাপ্তি ঘটানো), স্বল্প স্বাস্থ্য সম্পদের বণ্টন, অথবা গবেষণায় মানব ভ্রূণের ব্যবহার। পরিবেশগত নীতিশাস্ত্র বাস্তুসংস্থানগত বিভিন্ন প্রশ্ন নিয়ে সচেতন থাকে, যেমন দূষণ নির্মূল করার জন্য সরকার ও প্রতিষ্ঠানের দায়। সামাজিক নৈতিকতার প্রশ্নে থাকে "হুইসেলব্লোয়ারদের" ক্ষেত্রে তাদের কর্মীদের আনুগত্যের বিরুদ্ধে সাধারণ জনগণের প্রতি দায়িত্ব কী হবে। এরকমভাবেই, পেশাদারী দর্শনের (professional philosophy) ক্ষেত্রে এটি তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ এবং একাডেমিয়ার ভিতর ও বাহির উভয়ক্ষেত্রেই এটি যথেষ্ট মর্যাদাপ্রাপ্ত বিষয়।[1]

ফলিত নীতিশাস্ত্র আদর্শগত নীতিশাস্ত্রের থেকে আলাদা, যেখানে মানুষের কী সঠিক ও ভুল বলে বিশ্বাস করা উচিত, এটা নিয়ে আলোচনা করে; এবং এটা পরানীতিশাস্ত্র থেকে আলাদা যা নৈতিক উক্তিসমূহের প্রকৃতি নিয়ে আলোচনা করে।

ফলিত নীতিশাস্ত্রের একটি বিশেষ প্রকারভেদে (পোরটার, ২০০৬) একে ছয়টি আলাদা ক্ষেত্রে ভাগ করা হয়, যাতে জাতীয় ও আন্তর্জাতিক মাত্রায় ( Dimensions ) প্রতিষ্ঠানিক ও সামাজিক সমস্যাগুলোর মোকাবেলা সহজে করা যায় :

  • সিদ্ধান্ত নীতিশাস্ত্র (Decision ethics) বা নৈতিক তত্ত্ব বা নৈতিক সিদ্ধান্ত পদ্ধতিসমূহ
  • পেশাদারী নীতিশাস্ত্র (Professional ethics) অথবা পেশাদারিত্বের উন্নয়নের জন্য নীতিশাস্ত্র
  • চিকিৎসা নীতিশাস্ত্র (Clinical ethics) বা মৌলিক স্বাস্থ্য চাহিদার উন্নয়নের জন্য নীতিশাস্ত্র
  • ব্যবসায়িক নীতিশাস্ত্র (Business ethics) বা ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের জন্য নীতিশাস্ত্র ও ব্যক্তিভিত্তিক নৈতিকতা
  • প্রাতিষ্ঠানিক নীতিশাস্ত্র (Organizational ethics) বা প্রতিষ্ঠানসমূহে ব্যবহৃত নীতিশাস্ত্র
  • সামাজিক নীতিশাস্ত্র (Social ethics) বা জাতির মধ্যে একটি বৈশ্বিক একক হিসেবে নীতিশাস্ত্র

তথ্যসূত্র

  1. Brenda Almond, 'Applied Ethics', in Mautner, Thomas, Dictionary of Philosophy, Penguin 1996
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.