ফরিদপুর রেলওয়ে স্টেশন
ফরিদপুর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশ রেলওয়ের স্টেশন | |
অবস্থান | ফরিদপুর বাংলাদেশ |
লাইন | রাজবাড়ী-ভাঙ্গা লাইন |
প্ল্যাটফর্ম | ১ টি |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
ফরিদপুর রেলওয়ে স্টেশন
ফরিদপুর রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় অবস্থিত। এটি ফরিদপুরের লক্ষ্মীপুরে অবস্থিত একটি একটি রেলওয়ে স্টেশন।[1]
ইতিহাস
ফরিদপুর রেলওয়ে স্টেশন ১৮৯৯ সালে তৈরি করা হয়। রাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত এই সেকশনটি লোকসানের অজুহাতে ১৯৯৭ সালে বন্ধ করে দেওয়া হয়। পরে সরকারের সিদ্ধান্তে ২০১০ সালে নতুন করে প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে রেলপথ ও স্টেশন নির্মাণের কাজ শুরু হয়। যার কাজ শেষ হয় ২০১৪ সালে। ১৭ বছর পর ২০১৪ সালে আবার ট্রেন চলাচল শুরু হয়।[2] পদ্মা সেতুর রেল সংযোগের কারণে এই স্টেশনের গুরুত্ব বর্তমানে বেড়ে যায়। ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত লাইনের কাজ শেষ। ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে একটি লাইন পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত যাবে।
পরিসেবা
এই স্টেশন দিয়ে শুধু রাজবাড়ী এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে।[3][4]
তথ্যসূত্র
উইকিমিডিয়া কমন্সে ফরিদপুর রেলওয়ে স্টেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- "অবৈধ দখলে ফরিদপুর রেল স্টেশনের জায়গা"। কালের কণ্ঠ। ৩ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
- "১৭ বছর পর রেলগাড়ি ঝমাঝম"। প্রথম আলো। ৮ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০।
- "রাজবাড়ী এক্সপ্রেসের যাত্রা শুরু"। Dhakatimes24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪।
- "যাত্রা শুরু ফরিদপুর-রাজশাহীবাসীর স্বপ্নের মধুমতি এক্সপ্রেসের"। বাংলা ট্রিবিউন। ৩০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.