ফরাসি গায়ানায় ইসলাম

ফরাসী গায়ানায় ইসলাম একটি সংখ্যালঘু ধর্ম। ইসলামি জনসংখ্যা মূলত লেবাননের আরব এবং আফগান মুসলমানদের নিয়ে গঠিত হয়েছে।[1] এই অঞ্চলের রাজধানী কেয়েন এবং কৌরুতে একটি ইসলামিক কেন্দ্র এবং একটি মুসলিম বিদ্যালয় রয়েছে। মুসলমানদের বেশিরভাগই সুন্নি সম্প্রদায়ভুক্ত। সেখানে কয়েকজন আহমদিয়া মুসলমানও আছে যারা ২০০৭ সালে এই অঞ্চলে নিজেদের কে প্রতিষ্ঠিত করেছিলেন।[2]

তথ্যসূত্র

  1. The Afghan Muslims of Guyana and Suriname
  2. "Association Ahmadiyya : " Une vision moderne de l'islam ""। সংগ্রহের তারিখ জুন ১, ২০১৪


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.