ফরহাদ হোসেন

ফরহাদ হোসেন দোদুল[1] (জন্ম: জন্ম: ৫ জুন ১৯৭২) একজন বাংলাদেশী অধ্যাপক এবং রাজনীতিবিদ। তিনি ২০১৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে খুলনা বিভাগের মেহেরপুর জেলার মেহেরপুর-১ আসন থেকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য।

ফরহাদ হোসেন দোদুল
প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)
মেহেরপুর-১ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
ডিসেম্বর ২০১৪  বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1972-06-05) জুন ৫, ১৯৭২
মেহেরপুর, বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীসৈয়দ মোনালিসা ইসলাম শিলা
পিতামাতামোহাম্মদ সহিউদ্দিন
শিক্ষাইংরেজি সাহিত্য, এলএলবি
প্রাক্তন শিক্ষার্থী
পেশারাজনীতি
জীবিকাঅধ্যাপনা ঢাকা সিটি কলেজ
ধর্মমুসলিম
ওয়েবসাইটhttp://www.farhadhossainmp.com

জন্ম ও ব্যক্তিগত জীবন

ফরহাদ হোসেনের মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বোস পাড়া এলাকায় ৫ জুন ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ছহিউদ্দীন বিশ্বাস। ফরহাদ হোসেন বি এল কলেজ , ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যায়ন করেন। তিনি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন এং সেই সুত্র ধরেই ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের হয়ে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান এবং জয় লাভ করেন।

তার পিতা মোহাম্মদ সহিউদ্দিন মুক্তিযুদ্ধা ছিলেন। তিনি (মোহাম্মদ সহিউদ্দিন) তৎকালীন কুষ্টিয়া-৫ ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[2]

তিনি সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি সৈয়দ মোনালিসা ইসলাম শিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০০৪ সালে। তার স্ত্রী হিসাবে স্থানীয় জেলা যুব মহিলা লীগের সহসভাপতি। সামিন ও মাহিন নামে তার দুটি ছেলে সন্তান রয়েছে।

কর্মজীবন ও রাজনৈতিক জীবন

পেশায় শিক্ষক ফরহাদ হোসেন রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি ২য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র

  1. মেহেরপুর-১, ফরহাদ হোসেন। "Constituency 73_10th_Bn"www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-৩০
  2. "ফরহাদ হোসেন প্রতিমন্ত্রী হওয়ায় মেহেরপুরে আনন্দের বন্যা"Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.