ফরদাবাদ ইউনিয়ন

ফরদাবাদ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলার একটি ইউনিয়ন

ফরদাবাদ
ইউনিয়ন
৯নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদ
ফরদাবাদ
ফরদাবাদ
বাংলাদেশে ফরদাবাদ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৪′২১″ উত্তর ৯০°৫৩′৪″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাবাঞ্ছারামপুর উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪২০

আয়তন

ফরদাবাদ ইউনিয়নের আয়তন ৩,২৯৬ একর (১৩.৩৪ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফরদাবাদ ইউনিয়নের মোট জনসংখ্যা ২১,৯৫২ জন। এর মধ্যে পুরুষ ১০,২৩২ জন এবং মহিলা ১১,৭২০ জন। মোট পরিবার ৪,৩৩৯টি।[1] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৬৪৬ জন।[2]

ইতিহাস

ফরদাবাদ ইউনিয়ন পূর্বে রূপসদী পূর্ব ইউনিয়ন নামে পরিচিত ছিল।

অবস্থান ও সীমানা

বাঞ্ছারামপুর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ফরদাবাদ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ছলিমাবাদ ইউনিয়নরূপসদী ইউনিয়ন; উত্তরে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নদড়িকান্দি ইউনিয়ন; পূর্বে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নরামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন এবং দক্ষিণে কুমিল্লা জেলার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ফরদাবাদ ইউনিয়ন বাঞ্ছারামপুর উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঞ্ছারামপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৮নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৬ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফরদাবাদ ইউনিয়নের সাক্ষরতার হার ৭০.৮%।[1]

শিক্ষা প্রতিষ্ঠান

ডঃরওশন আলম কলেজ। আলি আকবর আল উলোম ফাজিল মাদ্রাসা। দুটি উচ্চবিদ্যালয়ের কার্যকর্ম পরিচালিত হয়। এবং চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ২৬ মাদ্রাসা নিয়ে গ্রামটি ইসলামের শিক্ষা দিয়ে আসছে গত কয়েক দশক ধরে।

খাল ও নদী

ফরদাবাদ গ্রামের দুই পাশ দিয়ে বয়ে গেছে তিতাস নদী। এছাড়াও কতগুলো খালও রয়েছে।

হাট-বাজার

ফরদাবাদ গ্রামে দুটি বাজার রয়েছে। দুটি বাজারই তিতাস নদীর তীরে অবস্থিত। একটি শান্তি বাজার, অপরটি রবির বাজার। এর মধ্যে শান্তি বাজার সপ্তাহে একবার বসে কাঠের বাজার হিসেবে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.