ফতোরদা স্টেডিয়াম

ফতোরদা স্টেডিয়াম মারগাও এর তথা রাজ্যের প্রধান স্টেডিয়াম। মূলত ফুটবল খেলার জন্য এটি ব্যবহার করা হয়। এই স্টেডিয়ামটি ইন্টারন্যাশনাল ফুটবল আয়োজন করার পাশাপাশি ক্রিকেট ম্যাচও আয়োজন করেছে। এটা গোয়ার একমাত্র ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং এর দর্শকাসন ১৯,০০০। ক্রিকেটে এটি ৯ টি একদিনের আন্তর্জাতিক আয়োজন করেছে। এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিলো ১৯৮৯ সালে এবং এটি এখন স্পোর্টস অথরিটি অফ গোয়া দ্বারা পরিচালিত হয়। ২০২০–২১ ইন্ডিয়ান সুপার লীগ মরসুম এ করোনা মহামারীর জন্য এই স্টেডিয়ামটি এটিকে মোহনবাগান এফসি, বেঙ্গালুরু এফসি এমনকি এফসি গোয়া এরও হোম স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জওয়ারহারলাল নেহেরু স্টেডিয়াম , গোয়া
ফতোরদা স্টেডিয়াম
অবস্থানফতোরদা, মারগাও, গোয়া ৪০৩৬০২
মালিকস্পোর্টস অথরিটি অফ গোয়া
ধারণক্ষমতা২৫,০০০
উপরিভাগঘাস
উদ্বোধন১৯৮৯
ভাড়াটে
ভারত জাতীয় ফুটবল দল(১৯৮৪-)
এফসি গোয়া(২০১৪-)
চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব(2007-)

১৯৯৯ সাফ গোল্ড কাপ

১৯৯৯ সালে টুর্নামেন্টের মূল ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।

২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ

২০১৬ সালে টুর্নামেন্টের মূল ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।

২০১৯ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব

এই মাঠে ভারত জাতীয় ফুটবল দল-এর একটি ঘরের ম্যাচ অনুষ্ঠিত হয় মায়ানমার-এর বিরুদ্ধে । ম্যাচটি অমীমাংসিত শেষ হয়।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.