ফতেপুর লতিফ রহমান উচ্চ বিদ্যালয়
ফতেপুর লতিফ রহমান উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
ফতেপুর লতিফ রহমান উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৭২ |
প্রধান শিক্ষক | এ কে এম মহিউদ্দীন |
ওয়েবসাইট |
অবস্থান
প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের ফতেপুর গ্রামে অবস্থিত।
ইতিহাস
১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[1]
ব্যবস্থাপনা
বিদ্যালয় পরিচালনার জন্য ১১ সদস্যের একটি পরিচালনা পরিষদ রয়েছে।[2]
শিক্ষকবৃন্দ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ কে এম মহিউদ্দীন। এছাড়া আরো ৭ জন শিক্ষক-শিক্ষিকা এ বিদ্যালয়ে কর্মরত আছেন।[3]
শিক্ষা কার্যক্রম
এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে।
ফলাফল ও কৃতিত্ব
বিগত বছরের পাশের হার ৭৫%।[1]
আরো দেখুন
- ফটিকছড়ি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৭।
- http://flatifrahmanhighschool.edu.bd/একাডেমিক-রেকর্ড/পরিচালনা-পরিষদ%5B%5D
- http://flatifrahmanhighschool.edu.bd/শিক্ষক-কর্মচারী/শিক্ষকদের-তালিকা%5B%5D
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.