ফতেপুর মঞ্জুরুল ইসলাম আলিম মাদ্রাসা
ফতেপুর মঞ্জুরুল ইসলাম আলিম মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত।[1] মাদ্রাসার দাখিল ও আলিম শ্রেণী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত হয়।
ফতেপুর মঞ্জুরুল ইসলাম আলিম মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | আলিম মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৯৫৩ |
ইআইআইএন | ১০৪৪৫৪ |
অধ্যক্ষ | মোহাম্মদ শাহ আলম |
শিক্ষার্থী সংখ্যা | ১০০০+ |
ইতিহাস
১৯৫৩ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে দাখিল পর্যায়ে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে আলিম পর্যায়ে উন্নীত করা হয়।[1]
ব্যবস্থাপনা
বর্তমানে মাদ্রাসা বোর্ড কর্তৃক অনুমোদিত মোট ১৩ সদস্য বিশিষ্ট একটি নিয়মিত কমিটির মাধ্যমে মাদ্রাসার যাবতীয় কার্যক্রম সূচারুরূপে পরিচালিত হচ্ছে।[1] মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম।[1]
মাদ্রাসার মূল ভবনটি একটি দ্বিতল ভবন। মাদ্রাসার সামনে একটি খেলার মাঠ রয়েছে।[1] এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এ প্রতিষ্ঠানে আলিম (উচ্চ মাধ্যমিক) পর্যায় পর্যন্ত শিক্ষালাভের সুযোগ রয়েছে। বর্তমানে ১ হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[1]
ফলাফল ও কৃতিত্ব
বিগত বছরের পাশের হার ৯৫%।[1]
আরো দেখুন
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭।