ফজলহক ফারুকী
ফজলহক ফারুকী (পশতু: فضل الحق فاروقي; জন্ম ২২ সেপ্টেম্বর ২০০০) হলেন একজন আফগান ক্রিকেটার।[1] ২০১৭ সালের ১৩ নভেম্বর, ২০১৭-১৮ আহমদ শাহ আবদালী ৪ দিনের প্রতিযোগিতায় আমু অঞ্চলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার।[2] ২০১৮ সালের ১০ জুলাই, ২০১৮ গাজী আমানুল্লাহ খান একদিনের প্রতিযোগিতায় আমু অঞ্চলের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক করেন।[3]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | ফজলহক ফারুকী |
জন্ম | ২২ সেপ্টেম্বর ২০০০ |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল | |
একমাত্র টি২০আই (ক্যাপ ৪৩) | ২০ মার্চ ২০২১ বনাম জিম্বাবুয়ে |
উৎস: ক্রিকইনফো, ১৫ নভেম্বর ২০১৭ |
২০১৮ এর সেপ্টেম্বরে,আফগানিস্তান প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার প্রথম আসরে নাঙ্গারহার দলে মনোনীত হন।[4] একই বছরের ডিসেম্বরে, ২০১৮ এসিসি ইমার্জিং টীম এশিয়া কাপ প্রতিযোগিতার জন্য আফগানিস্তান যুবা দলের সদস্য মনোনীত হন।[5] ২০১৯ সালের ১৪ অক্টোবর, ২০১৯ স্পাগিজা ক্রিকেট লীগ প্রতিযোগিতায় বুস্ট ডিফেন্ডার্স দলের হয়ে টুয়েন্টি২০ ক্রিকেটে অভিষেক করেন।[6]
২০১৯ এর ডিসেম্বরে, ২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য আফগানিস্তান স্কোয়াডের জন্য মনোনীত হন।[7]
তথ্যসূত্র
- "Fazal Haque"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৭।
- "9th Match, Alokozay Ahmad Shah Abdali 4-day Tournament at Khost, Nov 13-16 2017"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৭।
- "Group A, Ghazi Amanullah Khan Regional One Day Tournament at Kabul, Jul 10 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮।
- "Gayle, Afridi, Russell: icons in Afghanistan Premier League"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮।
- "Afghanistan Under-23s Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮।
- "15th Match, Shpageeza Cricket League at Kabul, Oct 14 2019"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- "Afghanistan U19 squad announced for ICC U19 World Cup"। Afghanistan Cricket Board। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯।