ফখরুদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয়

ফখরুদ্দিন আলি আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয় আসামের পঞ্চম চিকিৎসা মহাবিদ্যালয় । এই মহাবিদ্যালয় সংলগ্ন চিকিৎসালয়টি ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি তারিখে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ফখরুদ্দিন আলি আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয়টি শ্রীমন্ত শঙ্করদের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এর অধীনে পরিচালিত হয়।

ফখরুদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয়
ধরনপাবলিক
স্থাপিত২০১১
অধিভুক্তিশ্রীমন্ত শঙ্করদের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
অধীক্ষকডাঃ প্রদীপ কুমার ওজা
অধ্যক্ষঅধ্যাপক (ডাঃ) অরবিন্দ দাস
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১২০
স্নাতক১০০ (MBBS) প্রতি বছর
অবস্থান
ওয়েবসাইটwww.faamcassam.co.in

আসামের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীযুত তরুণ গগৈদেব ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি তারিখে ফখরুদ্দিন আলি আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয় সংলগ্ন চিকিৎসালয়টি রাজ্যের জন্যে উন্মুক্ত করে দেন। এই শিক্ষানুষ্ঠানে এম.বি.বিএস. পড়ার ব্যবস্থা রয়েছে, পাশাপাশি পেরামেডিকেল বিভাগ ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিওথেরাপি ইত্যাদি ডিপ্লোমা পাঠ্যক্রমের ব্যবস্থা রয়েছে। এম.বি.বি.এস. পাঠ্যক্রমে আসনের সংখ্যা ১০০।[1]

বহিঃ বিভাগ

বর্তমানে নিম্নোক্ত বিভাগসমূহে বহিঃ সেবা প্রদান করে থাকে:

  • মেডিসিন
  • সার্জারি
  • স্ত্রীরোগ এবং প্রসূতি বিভাগ
  • শিশুরোগ বিভাগ
  • অর্থপেডিক্স বিভাগ (হাড় এবং জোড়ার রোগ সম্বন্ধীয় বিভাগ)
  • চোখ
  • নাক-কান বিভাগ
  • চর্ম এবং যৌন রোগ
  • মানসিক রোগ বিভাগ
  • দন্তরোগ বিভাগ

অন্ত:সেবা

দন্তরোগ বিভাগের বাহিরে প্ন্য কয়েকটা বিভাগে অন্ত: চিকিৎসা প্রদান করা হয়।[2]

অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় :

তথ্যসূত্র

  1. "The Assam Tribune Online"www.assamtribune.com। ২০১৫-১১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১১-০১
  2. "Classes start in Barpeta medical college"The Telegraph। সংগ্রহের তারিখ ২০১৫-১১-০১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.