প্লাইস্টোসিন

প্লাইস্টোসিন ( /ˈpls.təˌsn, -t-/)[1] প্রায় ২৬ লক্ষ বছর আগের এক ভূতাত্ত্বিক, আবহাওয়া নির্ভর যুগ। বিবর্তন মতবাদ অনুসারে প্লায়োসিন-প্লাইস্টোসিন যুগ থেকেই মানব জাতির উদ্ভব। প্লাইস্টোসিন যুগ প্রায় ২৫,৮০,০০০ বছর আগে শুরু হয় এবং ১১,৭০০ বছর আগে শেষ হয়।

প্লাইস্টোসিন যুগের ম্যামথ,সিংহ বল্গা হরিণ সহ অন্যান্য প্রাণী
প্লাইস্টোসিন (দক্ষিণ আমেরিকা)

তথ্যসূত্র

  1. Jones, Daniel (২০০৩) [1917], Peter Roach, James Hartmann and Jane Setter, সম্পাদকগণ, English Pronouncing Dictionary, Cambridge: Cambridge University Press, আইএসবিএন 3-12-539683-2
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.