প্রেমবাগ ইউনিয়ন
প্রেমবাগ ইউনিয়ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বৃহত্তর খুলনা বিভাগের জেলা যশোরের অন্তর্গত অভয়নগর উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
প্রেমবাগ ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
প্রেমবাগ ইউনিয়ন | |
প্রেমবাগ ইউনিয়ন প্রেমবাগ ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২৩°৫′৪১.৩″ উত্তর ৮৯°২১′১২.২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | অভয়নগর উপজেলা |
আয়তন | |
• মোট | ৬,১৫৩.১৩ বর্গকিমি (২,৩৭৫.৭৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২১,১৫৫ |
• জনঘনত্ব | ৩.৪/বর্গকিমি (৮.৯/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | prambagup |
ইতিহাস
ধারণা করা হয়ে যে, সনাতন ধর্মের রুপ ও সনাতন প্রেমবাগে জন্মগ্রহণ করেছিলেন এবং এখানে আরাধনা করতেন। তাদের উপর ভিত্তি করেই জায়গাটির নামকরণ করা হয়েছিল প্রেমবাগ। এখানে অবস্থিত রুপ সনাতন ধাম প্রায় ১ কি:মি দুরত্বে যশোর খুলনা মহাসড়কের কোল ঘেষে প্রেমবাগ গেটে অবস্থিত ১নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদের কার্যালয়।
গ্রাম
প্রেমবাগ ইউনিয়নে মোট ১৩টি গ্রাম রয়েছে।
- জিয়াডাঙ্গা
- মাগুরা
- ধলিরগাতী
- পুড়াটাল
- বনগ্রাম
- গ্রেমবাগ
- পালপাড়া
- পাকেরগাতী
- বাহির ঘাট
- চাঁপা তলা
- চেঙ্গুটিয়া
- আরাজী বাহিরঘাট
- বালিয়া ডাঙ্গা
তথ্যসূত্র
- "প্রেমবাগ ইউনিয়ন"। prambagup.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.