প্রীত বিহার মেট্রো স্টেশন

প্রীত বিহার মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের স্বাস্থ্য বিহারএ অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০১০ সালের ৬ষ্ঠ জানুয়ারি তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[1] স্টেশনে এটিএম পরিষেবা উপলব্ধ।[2]


প্রীত বিহার
দিল্লি মেট্রো স্টেশন
অবস্থানবিকাশ মার্গ, নিউ রাজধানী এনক্লেভ, স্বাস্থ্য বিহার, দিল্লি - ১১০০৯২
স্থানাঙ্ক২৮°৩৮′২৯″ উত্তর ৭৭°১৭′৪৩″ পূর্ব
মালিকানাধীনদিল্লি মেট্রো
লাইন ব্লু লাইন 
প্ল্যাটফর্মপার্শ্ব প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম-১ → বৈশালী
প্ল্যাটফর্ম-২ →দ্বারকা সেক্টর ২১
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনউত্তোলিত
প্ল্যাটফর্মের স্তর
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে Handicapped/disabled access
অন্য তথ্য
স্টেশন কোডপিটিভিআর
ইতিহাস
চালু জানুয়ারি ২০১০ (2010-01-06)
বৈদ্যুতীকরণউপর দিয়ে ২৫ কি.ভো ৫০ হার্ৎজ পরিবর্তী প্রবাহ
যাতায়াত
যাত্রীসমূহ (জানুয়ারি ২০১৫)প্রতিদিন গড়ে ১৩,৬৯১
প্রতি মাসে ৪,২৪,৪০৬
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন দিল্লি মেট্রো পরবর্তী স্টেশন
কড়কড়ডুমা
অভিমুখে বৈশালী
ব্লু লাইন নির্মাণ বিহার
অবস্থান
প্রীত বিহার দিল্লি-এ অবস্থিত
প্রীত বিহার
প্রীত বিহার
দিল্লিতে অবস্থান

স্টেশন বিন্যাস

জি সড়ক স্তর প্রস্থান/প্রবেশ
এল১ মধ্যবর্তী তলা ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার
এল২ পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে Handicapped/disabled access
পূর্বদিকগামী গন্তব্য স্টেশন → বৈশালী
পরবর্তী স্টেশন কড়কড়ডুমা
 পিঙ্ক লাইন -এ যাওয়ার জন্য এর পরবর্তী স্টেশনে গাড়ী বদল করুন।
পশ্চিমদিকগামী গন্তব্য স্টেশন ← দ্বারকা সেক্টর ২১
পরবর্তী স্টেশন নির্মাণ বিহার
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে Handicapped/disabled access
এল২

তথ্যসূত্র

  1. "Station Information"। ১৯ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১০
  2. "DMRC : ATM Details"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.