প্রীত বিহার মেট্রো স্টেশন
প্রীত বিহার মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের স্বাস্থ্য বিহারএ অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০১০ সালের ৬ষ্ঠ জানুয়ারি তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[1] স্টেশনে এটিএম পরিষেবা উপলব্ধ।[2]
স্টেশন বিন্যাস
জি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে ![]() | |
পূর্বদিকগামী | গন্তব্য স্টেশন → বৈশালী পরবর্তী স্টেশন কড়কড়ডুমা পিঙ্ক লাইন -এ যাওয়ার জন্য এর পরবর্তী স্টেশনে গাড়ী বদল করুন। | |
পশ্চিমদিকগামী | গন্তব্য স্টেশন ← দ্বারকা সেক্টর ২১ পরবর্তী স্টেশন নির্মাণ বিহার | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে ![]() | ||
এল২ | ||
তথ্যসূত্র
- "Station Information"। ১৯ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১০।
- "DMRC : ATM Details"।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.