প্রিয়াঙ্কা গোপ

প্রিয়াঙ্কা গোপ একজন বাংলাদেশি সংগীতশিল্পী। অনিল বাগচীর একদিন চলচ্চিত্রে গান গাওয়ার জন্য ২০১৫ সালে তিনি শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[1] এটি ছিল চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তার প্রথম কাজ।

প্রিয়াঙ্কা গোপ
ধরনচলচ্চিত্রে নেপথ্য গায়িকা, শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত
বাদ্যযন্ত্রকণ্ঠ

প্রাথমিক জীবন এবং শিক্ষা

প্রিয়াঙ্কা গোপের পিতা বাসুদেব চন্দ্র গোপ এবং মাতা ভানুরানী গোপ মেয়েকে নাচের স্কুলে ভর্তি করেছিলেন। তবে গান গাওয়ার আগ্রহ থাকায় তিনি নাচ বাদ দিয়ে গান শিখতে শুরু করেন। পড়ালেখা করেছেন টাঙ্গাইল এর বিন্দুবাসিনী গার্লস স্কুলে। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিজ্ঞানের ছাত্রী ছিলেন।এরপর ভারত সরকারের বৃত্তি পেয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পড়তে যান। সেখানে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম এবং মাস্টার্সে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেন।[2]

সংগীত শিক্ষা

প্রিয়াঙ্কা আনন্দ চক্রবর্তী, অসিত রায়, ওয়াহিদুল হক, সুবীর নন্দী, শুভ্রা গুহ প্রমুখের কাছে সংগীতের শিক্ষা লাভ করেন। তিনি রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও উচ্চাঙ্গ সংগীতে বাংলাদেশ বেতার এর একজন তালিকাভুক্ত শিল্পী।[3] রবীন্দ্রভারতীতে পণ্ডিত অরুণ ভাদুড়ীর কাছে সংগীত চর্চা করেছেন।[2]

কর্মজীবন

প্রিয়াঙ্কা গোপ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংগীত বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ২০১৭ পর্যন্ত তিনি শাস্ত্রীয়সংগীতসহ বিভিন্ন গানের চারটি অ্যালবাম বের করেছেন।

পুরস্কার

প্রিয়াঙ্কা অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আচার্য উদয় ভূষণ স্মৃতি পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমিতে নজরুল সংগীতে প্রথম, ঠুমরিতে প্রথম, খেয়ালে দ্বিতীয়(২০০৪)পুরস্কার, ডোবারল্যান্ড মিউজিক কনফারেন্স, ২০০৮ ঠুমরি ও খেয়ালে চ্যাম্পিয়ন, বাংলাদেশে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদে প্রথম মানে ১ম (২০০০), জাতীয় শিক্ষা সপ্তাহে নজরুলসংগীতে স্বর্ণপদক (২০০১) প্রভৃতি উল্লেখযোগ্য।[2]

তথ্যসূত্র

  1. "২০১৫ সালের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭
  2. "প্রিয়াংকা গোপ সুরের সাধন"। ৯ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮
  3. "Priyanka Gope" (ইংরেজি ভাষায়)। Bengal Foundation। ২০১৮-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.