প্রাচী দেসাই

প্রাচী দেসাই (জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯৮৮[1]) একজন ভারতীয় বলিউড চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তিনি জি টিভির সফল ধারাবাহিক নাটক কাসাম সে এর প্রধান নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন কর্মজীবন শুরু করেন। এছাড়াও তিনি ২০০৮ সালের চলচ্চিত্র রক অন এ অসাধারণ অভিনয়ের মাধ্যমে বলিউডের রাজ্যে প্রবেশ করেন। প্রাচীর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই (২০১০), বল বচ্চন (২০১২) এবং আই, মি অর মে (২০১৩)। তিনি ভারতের গোয়া পর্যটন ও নিউট্রেজিনা পণ্যের মুখপাত্র, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।[3] এর পাশাপাশি তিনি লাক্সলিরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও নিযুক্ত আছেন।

প্রাচী দেসাই
লাকমে ফ্যাশন উইক ২০১৮ এর পঞ্চম দিনে প্রাচী দেসাই
জন্ম (1988-09-12) ১২ সেপ্টেম্বর ১৯৮৮[1]
সুরাত, গুজরাত, ভারত[2]
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৬—বর্তমান

অভিনয় কর্মজীবন

দেসাই রক অনের দলীয় গানের মোড়ক উন্মোচন অনুষ্টানে

চলচ্চিত্রের তালিকা

  • ২০০৮ রক অন!! - সাকশী
  • ২০০৯ লাইফ পার্টনার - প্রাচী জাগেদা
  • ২০১০ ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই - মুমতাজ
  • ২০১২ তেরী মেরী কাহানি - মাহি
  • ২০১২ বল বচ্চন - রাধিকা রঘুবাসিনী
  • ২০১৩ আই, মি অর মে - গৌরী দান্দেকর
  • ২০১৩ পুলিশগিরী - সেহার
  • ২০১৪ এক ভিলেন — বিশেষ
  • ২০১৬ লক অন!! ২ - সাকশী
  • ২০১৬ আযহার - নওরীন
  • ২০১৬ রক অন!! ২ - সাকশী

টেলিভিশন

  • ২০০৬–২০০৮ কাসাম সে - বনি দীক্ষিত/ওয়ালিয়া
  • ২০০৬ কাসাউতি জিন্দেগী কে - প্রাচী চৌহান
  • ২০০৭ ঝালাক দিখলা জা (মৌসুম ২) - প্রতিযোগী - (বিজয়ী)
  • ২০১০ সি.আই.ডি - স্ব-নাম ভূমিকায়
  • ২০১০ এশিয়া আনকাট উইথ জন নেইরমান - স্ব-নাম ভূমিকায়
  • ২০১৪ ঝালাক দিখলা জা (মৌসুম ৭) - স্ব-নাম ভূমিকায়

তথ্যসূত্র

  1. "Prachi Desai, happy birthday!"। Zee News India। ১২ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৩
  2. "I am lucky:Prachi Desai"। Times of India। ৯ ডিসেম্বর ২০০৭। ১২ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১০
  3. "Prachi Desai is new face of Neutrogena cosmetics in India"। Mid-Day। ৪ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.