প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্য

পৃথিবীর সপ্তাশ্চর্য একটি জনপ্রিয় তালিকার নাম যাতে সমসাময়িক পৃথিবীর আশ্চর্যজনক মনুষ্য নির্মিত স্থাপনাসমূহের নাম স্থান পায়। এই স্থাপনাসমূহকে অবশ্যই হতে হয় ঐতিহাসিক ও ঐতিহ্যগত গুরুত্ব সম্পন্ন। প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকেরা প্রথম এ ধরনের তালিকা প্রকাশ করেছিল। সেই থেকে প্রতিটি যুগেই এই তালিকা প্রকাশিত হয়েছে। সর্বশেষে ২০০৭ সালের ৭ জুলাই তারিখে একটি তালিকা প্রকাশিত হয়।

সাতটি রাজ্যের সময়রেখা এবং মানচিত্র। গাঢ় সবুজ এবং গাঢ় লাল রঙের অংশ যথাক্রমে তাদের নির্মাণ এবং ধ্বংসের।

প্রাচীন যুগ

মধ্য যুগ

  • আগ্রার তাজমহল
  • আলেকজান্দ্রিয়ার ভূগর্ভস্থ সমাধি
  • চীনের প্রাচীর
  • ইংল্যান্ডের স্টোনহেঞ্জ
  • রোমের বৃত্তাকার মঞ্চ
  • নানকিনের চিনামাটির মিনার
  • সেন্ট সোফিয়ার মসজিদ

বর্তমান যুগ

নতুন সপ্তাশ্চর্য

আশ্চর্য নির্মাণের সময়কাল নির্মাতা
চীনের প্রাচীর খ্রিস্টপূর্ব ৫ম - ১৬শ শতাব্দী চীন
পেত্রা অজানা জর্ডান
ক্রাইস্ট দ্য রিডিমার অক্টোবর ১২, ১৯৩১-এ উদ্বোধন হয় ব্রাজিল
মাচু পিক্‌চু ১৪৫০ খ্রিষ্টাব্দ পেরু
চিচেন ইৎসা ৬০০ খ্রিষ্টাব্দ মেক্সিকো
কলোসিয়াম ৮০ খ্রিষ্টাব্দ ইতালি
তাজ মহল ১৬৪৮ খ্রিষ্টাব্দ ভারত
গিজার মহা পিরামিড (অনারারি ) ২৫৬০ খ্রিস্টপূর্বাব্দ মিশর

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.