প্রাগ মেট্রো
ইউরোপ মহাদেশের চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের পাতাল ট্রেন ব্যবস্থার নাম প্রাগ মেট্রো। এটি শহরের দ্রুততম পরিবহন ব্যবস্থা। এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করা হয়।[1] প্রাগ মেট্রোতে বর্তমানে তিনটি চক্রপথ বা লাইন এবং ৬১টি বিরতিস্থল বা স্টেশন আছে এবং রেলপথের মোট দৈর্ঘ্য ৬৫.২ কিলোমিটার (৪০.৫ মা)।[2] ২০১২ সালে প্রাগ মেট্রো প্রায় ৫৯ কোটি যাত্রীকে সেবা প্রদান করে; প্রতিদিন প্রায় ১৬ লাখ যাত্রী এটি ব্যবহার করে থাকে। [3] এটি ইউরোপের ৫ম ব্যস্ততম মেট্রো।[4]
প্রাগ মেট্রো | |
---|---|
তথ্য | |
অবস্থান | প্রাগ |
ধরন | দ্রুত পরিবহণ (ভূগর্ভস্থ) |
লাইনের সংখ্যা | ৩ |
বিরতিস্থলের সংখ্যা | ৫৪ |
দৈনিক যাত্রীসংখ্যা | ১,৪১১,২০০ (২০০৫) |
কাজ | |
কাজ শুরু | ৯ মে ১৯৭৪ |
পরিচালক | প্রাগ পাবলিক ট্রানজিট |
প্রযুক্তি | |
লাইনের দৈর্ঘ্য | ৫৯.৩ কিলোমিটার |
গতিপথ গেজ | ১,৪৩৫ মিলিমিটার (৪ ফুট ৮ ১⁄২ ইঞ্চি) (standard gauge) |
তথ্যসূত্র
- "History - Dopravní podnik hlavnívo města Prahy"। Dopravní podnik hlavnívo města Prahy। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১১।
- "Company Profile - Dopravní podnik hlavnívo města Prahy"। Dopravní podnik hlavnívo města Prahy। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০৩।
- "Annual Report 2012" (পিডিএফ)। DPP.cz। Dopravní podnik hlavnívo města Prahy। ২০১২। পৃষ্ঠা 66। ২০১৩-০৯-২১ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-২০।
- http://www.lidovky.cz/nejvytizenejsi-stanici-je-i-p-pavlova-d88-/zpravy-domov.aspx?c=A081212_164914_ln_praha_hel
আরও দেখুন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.