মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান

মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান (লাতিন: alma mater; বহুবচনেঃ [খুব কম ব্যবহৃত হয়] almae matres) রূপক অর্থে ব্যবহৃত একটি লাতিন শব্দ যা কোন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় বা কোন শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ করে যেখানে কোন শিক্ষার্থী পড়াশুনা করেছেন।[1] যুক্তরাজ্যে, উচ্চ বিদ্যালয় থেকে কেউ উত্তীর্ণ হলেও এই শব্দটি ব্যবহৃত হয়।[2] এই লাতিন শব্দটির (alma mater) বাংলা অর্থ দাঁড়ায় "সেবাদানকারী মা"। বর্তমানে শব্দটি দ্বারা বোঝায় কোন শিক্ষা প্রতিষ্ঠান সেখানে পড়াশুনা করা শিক্ষার্থীদের জ্ঞানের দিক থেকে সেবাদান করে এসেছে।[3]

আলমা মাটার স্তম্ব, ড্যানিয়েল চেস্টার ফ্রেঞ্চ এটি তৈরি করেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক সিটি

আজকের দিনে শব্দটি ব্যবহৃত হওয়ার আগে, এটি দ্বারা বিভিন্ন লাতিন মাতৃ দেবতাদের নির্দেশ করা হতো। পরে শব্দটি ক্যাথোলিজমেও ব্যবহৃত হয়েছে।[4] পরে বোলগনা বিশ্ববিদ্যালয় প্রথম শিক্ষাক্ষেত্রে শব্দটির প্রচলন শুরু করে। যা বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ঐতিহ্যকেও নির্দেশ করে।[5] মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থী (alumnus) শব্দটির সাথেও সম্পর্কিত।[6]

স্তম্ভ

মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন স্তম্ভ আমেরিকার নানা বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাওয়া যায়। নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে ড্যানিয়েল চেস্টার ফ্রেঞ্চের তৈরি মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত একটি মুর্তি রয়েছে। ইলিনয়েস বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়েও এ সম্পর্কিত মুর্তি রয়েছে।

তথ্যসূত্র

  1. "alma" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ এপ্রিল ২০১৯ তারিখে, oxforddictionaries.com. Retrieved October 11, 2018.
  2. "alma mater"Merriam-Webster। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৯A school, college, or university which one has attended or from which one has graduated
  3. Ayto, John (২০০৫)। Word Origins (2nd সংস্করণ)। London: A&C Black। আইএসবিএন 9781408101605। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৫
  4. Shorter Oxford English Dictionary, 3rd edition
  5. "Our history – University of Bologna"Unibo.it। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৭
  6. Cresswell, Julia (২০১০)। Oxford Dictionary of Word Origins। Oxford University Press। পৃষ্ঠা 12। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.