প্রমোদ চান্ডিলা
প্রমোদ চান্ডিলা (জন্ম ১৮ জুলাই ১৯৯৩) একজন ভারতীয় ক্রিকেটার যিনি হরিয়ানার হয়ে খেলেন।[1] ২০১৫-১৬ রঞ্জি ট্রফিতে ৩০ অক্টোবর তার প্রথম-শ্রেণীর অভিষেক হয়।[2] ২০১৫-১৬ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২ জানুয়ারী ২০১৬-এ তার টি-টোয়েন্টি অভিষেক হয়।[3] তিনি ২০১৬-১৭ বিজয় হাজারে ট্রফিতে [4] ১ মার্চ ২০১৭ তারিখে বাংলার হয়ে লিস্ট এ অভিষেক করেন।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | ফরিদাবাদ, হরিয়ানা, ভারত | ১৮ জুলাই ১৯৯৩
উৎস: Cricinfo, ২ নভেম্বর ২০১৫ |
তিনি ২০১৮-১৯ বিজয় হাজারে ট্রফিতে হরিয়ানার হয়ে নয়টি ম্যাচে ৩১৭ রান সহ শীর্ষস্থানীয় রান স্কোরার ছিলেন।[5]
তথ্যসূত্র
- "Pramod Chandila"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৫।
- "Ranji Trophy, Group A: Haryana v Bengal at Rohtak, Oct 30-Nov 2, 2015"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৫।
- "Syed Mushtaq Ali Trophy, Group A: Bengal v Hyderabad (India) at Nagpur, Jan 2, 2016"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৬।
- "Vijay Hazare Trophy, Group C: Bengal v Rajasthan at Chennai, Mar 1, 2017"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৭।
- "Vijay Hazare Trophy, 2018/19 - Haryana: Batting and bowling averages"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৮।
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে প্রমোদ চান্ডিলা (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.