প্রভাস

প্রভাস (তেলুগু: ప్రభాస్, ইংরেজি: Prabhas) (জন্ম: অক্টোবর ২৩, ১৯৭৯ প্রভাস রাজু উপ্পলাপতি) তেলুগু সিনেমায় একচেটিয়াভাবে অভিনয় করা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি মূলত তামিল এবং তেলুগু ভাষার ছবিগুলোতে অভিনয় করেন। [1] তিনি তেলুগু অভিনেতা উপ্পালাতি কৃষ্নাম রাজুর ভাগ্নে।[2] তিনি ২০০২ সালে এশওয়ার ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তিনি এরপর আরো বেশকিছু ছবি যেমন ভরসাম (২০০৪), ছত্রপতি (২০০৫), চক্রাম (২০০৫), মুন্না (২০০৭), বিল্লা (২০০৯), মিঃ পারফেক্ট (২০১১) ও মির্চি (২০১৩)[3] তে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি প্রভু দেবা পরিচালিত বলিউডের একটি ছবি অ্যাকশন জ্যাকসন এ একটি আইটেম গানে অভিনয়ের মাধ্যমে হিন্দি ছবিতে হাজির হন। তার অভিনীত বাহুবলী: দ্য কনক্লুশন (২০১৭) ছবিটি ছিল গ্লোবাল ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সর্বোচ্চ ও ভারতের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি।[4][5][6][7][8]

প্রভাস
জুন, ২০১৫ সালে মুম্বাইয়ে বাহুবলী ছবির প্রচারণার সময় প্রভাস।
জন্ম
প্রভাস রাজু উপ্পলাপতি

(1979-10-23) ২৩ অক্টোবর ১৯৭৯
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০২–বর্তমান
আত্মীয়কৃষ্ণম রাজু উপ্পলাপতি
ওয়েবসাইটপ্রভাস

প্রথম জীবন

প্রভাস উপ্পলাপতি শুরিয়ানারায়ণ এবং শিব কুমারীর ঘরে জন্মগ্রহণ করেন। তিনি তার ভাইবোনদের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বড় ভাই হলেন প্রবোধ উপ্পলাতি[9] এবং বোন প্রগতি। তিনি তেলুগু অভিনেতা উপ্পলাপতি কৃষ্ণাম রাজুর ভাগ্নে।[10]|প্রভাস ভীমাভারামের ডিএনআর স্কুলে নিষেবিত হন এবং হায়দ্রাবাদের শ্রী চৈতন্য কলেজ থেকে বি.টেক ডিগ্রি নেন।

পেশা

প্রভাস ২০০২ সালে এশওয়ার (বাংলাঃঈশ্বর) ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ২০০৩ সালে তিনি রাঘবেন্দ্র ছবিতে মূল চরিএে অভিনয় করেন। ২০০৪ সালে তাকে ভরসাম ছবিতে দেখা যায়। তিনি আদাভি রামুদু এবং চক্রাম ছবি দিয়ে তার অভিনয়জীবন অব্যাহত রাখেন।
সেপ্টেম্বর ২০০৫ সালে তিনি এস এস রাজামৌলি পরিচালিত ছত্রপতি ছবিতে অভিনয় করেন।এই ছবিতে তাকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক শোষিত একজন শরনার্থীর চরিত্রে দেখা যায়।প্রায় ৫৪টি কেন্দ্রে ছবিটি ১০০ দিন চালানো হয়েছিল।[11] ছবিটি দেখে আইডলব্রেইন এক বিবৃতিতে বলে, প্রভাসের পর্দায় উপস্থিতিতে একটি অনন্য শৈলী এবং পৌরুষপূর্ণ আকর্ষণ লক্ষ্যণীয়।[12] পরে তিনি আরো বেশকিছু ছবি যেমন পৌরণামী, যোগীমুন্না ছবিতেও অভিনয় করেন। ২০০৭ সালে তিনি একটি একশন-ড্রামা ছবি করেন এবং এর ঠিক পরপরই তার একশন কমেডি ধর্মী বুজ্জিগাডু ছবিটি আসে ২০০৮ সালে। ২০০৯ সালে তার আরো দুটি ছবি বিল্লাএক নিরাঞ্জন আসে। 'ইন্ডিয়া গ্লিটজ' অনুসারে, তার অভিনীতবিল্লা ছবিটি ছিলো আড়ম্বরপূর্ণ এবং দৃশ্যয়নের দিক দিয়ে সমৃদ্ধ।[13]
২০১০ সালে তিনি রোমান্টিকধর্মী কমেডি ছবি ডার্লিং করেন এবং ২০১১ সালে হাজির হন মিঃ পারফেক্ট ছবি নিয়ে। ২০১২ সালে প্রভাস রাঘব লরেন্স দ্বারা পরিচালিত অ্যাকশনধর্মী ছবি র‍্যাবেল-এ অভিনয় করেন।এ সময়ে তিনি দেনিকাইনা রেডি ছবিতে তার কন্ঠও প্রদান করেন।[14]

চলচ্চিত্রের তালিকা

বছর ছবির নাম ভূমিকা ভাষা উৎস
২০০২এশওয়ারএশওয়ারতেলুগু
২০০৩রাঘভেন্দ্রারাঘভেন্দ্রাতেলুগু
২০০৪ভার্শামভেঙ্কটতেলুগু
২০০৪আদাভি রামুদুরামুদুতেলুগু
২০০৫চক্রামচক্রামতেলুগু
২০০৫ছত্রপতিছত্রপতিতেলুগু
২০০৬পৌরনামীশিভা কেশভাতেলুগু
২০০৭যোগীঈশ্বর প্রসাদ/ যোগীতেলুগু
২০০৭মুন্নামুন্নাতেলুগু
২০০৮বুজ্জিগাদুলিঙ্গারাজু/বুজ্জিতেলুগু
২০০৯বিল্লাবিল্লা/রঙ্গাতেলুগু
২০০৯এক নিরাঞ্জনছোটুতেলুগু
২০১০ডার্লিং প্রভাস/প্রভাতেলুগু
২০১২মিস্টার পারফেক্টভিকিতেলুগু
২০১২র‌্যাবেলঋষিতেলুগু
২০১২ডেনিকাইনা রেডিকন্ঠতেলুগু
২০১৩মির্চিজয়তেলুগু
২০১৪অ্যাকশন জ্যাকশননিজে-বিশেষ অতিথি পাঞ্জাবি মাস্ট[15]হিন্দি
২০১৫বাহুবলী: দ্য বিগিনিংমহেন্দ্র বাহুবলী/শিভুদু, অমরেন্দ্র বাহুবলীতেলুগু

[16][17]

তামিল
২০১৭বাহুবলী: দ্য কন্‌ক্লুশনতেলুগু
২০১৭তামিল
২০১৯ সাহো অশোক চক্রবর্তী / সাহো / সিদ্ধান্ত নন্দন সাহো হিন্দি
২০২১ রাধে শ্যাম
২০২৩ সালার সালার কন্নড়
তেলুগু

তথ্যসূত্র

  1. "Baahubali creates history with opening day collections"India Today। ১১ জুলাই ২০১৫।
  2. Sashidhar AS (২০১২-১১-১১)। "Prabhas completes 10 years"The Times of India
  3. "India's most expensive film?"Hindustan Times। ২০১৩-০৭-১৫। ২০১৪-১২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-২৫
  4. Sangeetha Devi Dundoo। "Baahubali review: A little more, a little less"The Hindu
  5. "Bahubali First Day Box Office"
  6. http://www.forbes.com/sites/robcain/2015/08/14/oops-pk-is-not-actually-indias-top-grossing-movie-ever/
  7. "'Baahubali' Zooms Past 'Dhoom', Now India's All Time #3"
  8. Mike McCahill। "Baahubali: The Beginning review – fantastic bang for your buck in most expensive Indian movie ever made"the Guardian
  9. "Prabhas' Biography"Prabhas.com। ২০০৫-০৫-০৩। Archived from the original on ২০০৫-০৩-০৫। সংগ্রহের তারিখ ২০০৫-০৫-০৩
  10. "Prabhas' birthday a family affair"Deccan Chronicle। ২০১১-১০-২৪। ২০১১-১২-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৫-৩০
  11. "Chatrapati – Telugu cinema – 100 days centers – Prabhas & Shriya"idlebrain। ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৬
  12. "Chatrapati – Telugu cinema Review – Prabhas, Shriya"idelbrain
  13. "Billa Movie Review"indiaglitz
  14. Sashidhar AS (২০১২-০৯-১২)। "Denikaina Ready audio on Sep 23"The Times of India
  15. "Prabhudeva – Ajay Devagn Action Jackson (Hindi) (2014)"imdb। ২০১৪-১২-০৪। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১১
  16. "Prabhas-Rajamouli Movie Announced"indiaglitz। ২০১১-০২-১৮। সংগ্রহের তারিখ ২০১৪-১২-০৫
  17. Sashidhar AS (২০১৩-০১-১৩)। "Rajamouli-Prabhas' film is titled Bahubali"The Times of India

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.