প্রজ্ঞাপারমিতা
প্রজ্ঞাপারমিতা কথাটির মহাযান পন্থীয় বৌদ্ধধর্মের মতে অর্থ হল 'জ্ঞানর পরিপূর্ণতা'। প্রজ্ঞাপারমিতা নিখুঁত ভাবে বাস্তবতাকে খোঁজার পথটিকে বোঝায়, সঙ্গে একটি সূত্রকে বোঝায় । 'প্রজ্ঞাপারমিতা' শব্দটি সংস্কৃত দুটি শব্দ যোগ হয়ে গঠিত; 'প্রজ্ঞা' যার অর্থ হল জ্ঞান এবং 'পারমিতা' যার অর্থ হল বিশুদ্ধতা বা পরিপূর্ণতা। প্রজ্ঞাপারমিতা হল মহাযান পন্থীয় বৌদ্ধধর্মের একটি কেন্দ্রীয় ধারণা যেটি শূন্যতা বা স্বভাবশূন্য মতবাদের সঙ্গে জড়িত এবং নাগার্জুনের কর্মসমূহ।
চীনা বৌদ্ধশাস্ত্র |
---|
বিভাগ |
এডওয়ার্ড কোজের মতে, প্রজ্ঞাপারমিতার সূত্রসমূহ হল প্রায় চল্লিশটি পুথির এক সংগ্রহ যা ১০০ খ্রীষ্টপূর্ব থেকে ৬০০ খ্রীষ্টাব্দের মধ্যে লেখা।[1] প্রজ্ঞাপারমিতার সূত্রকে পরবর্তী মহাযান সূত্র বলেও ভাবা হয়।[2][3]
প্রজ্ঞাপারমিতা সূত্রের উল্লেখযোগ্য বিশেষত্ব হল আনুৎপদ অর্থাৎ অজাত বা যার আদি নেই। [4][5]
তথ্যসূত্র
- Conze, E. Perfect Wisdom: The Short Prajnaparamita Texts, Buddhist Publishing Group, 1993
- Williams, Paul. Buddhist Thought. Routledge, 2000, pages 131.
- Williams, Paul. Mahayana Buddhism: The Doctrinal Foundations 2nd edition. Routledge, 2009, pg. 47.
- Buswell, Robert; Lopez, Donald S. Jr., eds. (2014), The Princeton Dictionary of Buddhism, Princeton University Press pg. 945 "In the PRAJÑĀPĀRAMITĀ literature and the MADHYAMAKA school, the notion of production comes under specific criticism (see VAJRAKAṆĀ), with NĀGĀRJUNA famously asking, e.g., how an effect can be produced from a cause that is either the same as or different from itself. The prajñāpāramitā sūtras thus famously declare that all dharmas are actually ANUTPĀDA, or “unproduced.”"
- King, Richard (1995), Early Advaita Vedānta and Buddhism: The Mahāyāna Context of the Gauḍapādīya-kārikā, SUNY Press pg.113 "It is equally apparent that one of the important features of the Prajnaparamita positition is that of the nonarising (anutpada) of dharmas."
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.