প্যারিস মেট্রো

প্যারিস মেট্রো (ফরাসি: Métro de Paris মেত্রো দো পারি) ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। এটি প্যারিসের অন্যতম একটি প্রতীক। ব্যবস্থাটি এর "আর নুভো"-প্রভাবিত (ফরাসি ভাষায় Art Nouveau) সুষম স্থাপত্যের কারণে পরিচিত। মেট্রোটিতে রয়েছে ১৬টি চক্রপথ বা লাইন, যাদের বেশিরভাগই ভূগর্ভে অবস্থিত। রেলপথগুলির মোট দৈর্ঘ্য ২১৪ কিলোমিটার[3]; বিরতিস্থল বা স্টেশনের সংখ্যা ৩০০।[1]

প্যারিস মেট্রো
Paris Métropolitain
পারি মেত্রোপোলিতাঁ

তথ্য
মালিকঅ্যার.আ.তে.পে (অবকাঠামো)
ইল-দো-ফ্রঁস মোবিলিতে
(রেলগাড়িসমূহ)
অবস্থানপ্যারিস মেট্রোপলিটান এলাকা
ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
লাইনের সংখ্যা১৬ (নম্বর ১–১৪, ৩বিস এবং ৭বিস)
বিরতিস্থলের সংখ্যা৩০৩[1]
দৈনিক যাত্রীসংখ্যা৪১.৬ লক্ষ (২০১৫)
বার্ষিক যাত্রীসংখ্যা১৫২ কোটি (২০১৫)[2]
কাজ
কাজ শুরু১৯ জুলাই ১৯০০ (1900-07-19)[3]
পরিচালকঅ্যার.আ.তে.পে
গাড়ির সংখ্যা৭০০টি রেলগাড়ি
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য২১৪ কিমি (১৩৩ মা)[3]
গতিপথ গেজ১,৪৩৫ মিলিমিটার ( ফুট   ইঞ্চি) standard gauge
বিদ্যুতায়ন৭৫০ ভোল্ট ডিসি তৃতীয় রেল
প্যারিসের রাস্তায় মেট্রো ব্যবস্থায় প্রবেশপথের প্রতীক

প্যারিস মেট্রোর বিরতিস্থলগুলি খুব কাছাকাছি স্থাপিত এবং এগুলি বিশ্বের মধ্যে সবচেয়ে কাছাকাছি স্থাপিত স্টেশন। প্যারিস শহরের ১০৫ বর্গকিলোমিটার এলাকার ভেতরে ২৪৫টি বিরতিস্থল আছে। লাইনগুলি ১ থেকে ১৪ পর্যন্ত ক্রমিক নম্বরে নামাঙ্কিত। দুইটি গৌণ লাইন আছে যারা ৩বিস (অর্থাৎ "অতিরিক্ত ৩") এবং ৭বিস ((অর্থাৎ "অতিরিক্ত ৭")) নামে পরিচিত; এগুলি আগে ৩ ও ৭নং লাইনের অংশ ছিল কিন্তু বর্তমানে আলাদা লাইন হিসেবে পরিগণিত হয়।

লাইনগুলিকে মেট্রো ব্যবস্থার মানচিত্রে ক্রমিক নম্বর ও রঙ দিয়ে আলাদা করা যায়। শেষ বিরতিস্থল দিয়ে ট্রেনের গতিপথ বোঝানো হয়।

প্যারিস মেট্রো মস্কোর পরেই ইউরোপের ২য় ব্যস্ততম দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। [4] এটি প্রতিদিন ৪৫ লক্ষ যাত্রী ব্যবহার করে। ২০০৫ সালে এটি ১৩০ কোটি যাত্রীকে পরিবহন সেবা প্রদান করে।[2] শাৎ‌লে লে আল (ফরাসি ভাষায় Châtelet – Les Halles শাৎল্যা লে আল্‌ আ-ধ্ব-ব: /ʃatlɛ le al/) বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ রেলস্টেশন।[5]

তথ্যসূত্র

  1. "The Network – The Metro: a Parisian institution"RATP। ২০১৭-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৯
  2. "RAPPORT D'ACTIVITÉ 2015" (pdf)। STIF। পৃষ্ঠা 18। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭
  3. "Brief history of the Paris metro"france.fr – The official website of France। ২০১৩-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-২১
  4. Metro systems by annual passenger rides
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১৫ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০০৮

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.