প্যারিস

প্যারিস বা পারি (ফরাসি: Paris [paʁi] (এই শব্দ সম্পর্কেশুনুন) পারি) ফ্রান্সের রাজধানী। শহরটি উত্তর ফ্রান্সে ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের প্রাণকেন্দ্রে সেন নদীর তীরে অবস্থিত। প্রশাসনিক সীমানার ভেতরে প্যারিসের মোট জনসংখ্যা ২,২১১,১৯৭।[2] প্রশাসনিক সীমানা ছাড়িয়ে প্যারিসকে কেন্দ্র করে অবিচ্ছিন্নভাবে একটি সু-বৃহৎ নগর এলাকা গড়ে উঠেছে, যা প্যারিস "নগর এলাকা" (unité urbaine উ্যনিতে উ্যর্বেন) নামে পরিচিত; এই নগর এলাকায় প্রায় এক কোটি লোকের বসবাস।[5]। এই নগর এলাকা ও তার আশেপাশের প্যারিস-কেন্দ্রিক উপ-শহরগুলি মিলে প্যারিস এয়ার উ্যর্বেন বা প্যারিস মেট্রোপলিটান এলাকা গঠন করেছে, যার জনসংখ্যা ১ কোটি ২০ লক্ষ।[6]। ইউরোপের এ জাতীয় মেট্রোপলিটান এলাকাগুলির মধ্যে এটি অন্যতম বৃহৎ একটি এলাকা।[7]

প্যারিস
উপরে বামদিক থেকে: প্যারিস এর স্কাইলাইন সেন নদীর সাথে আইফেল টাওয়ার, নোত্র্‌ দাম দ্য পারি, পন্ট রয়্যালের দিকে পরিচালিত লুভ্‌র জাদুঘর, ও আর্ক দ্য ত্রিয়োম্‌ফ
প্যারিসের পতাকা
পতাকা
প্যারিসের প্রতীক
প্রতীক
নীতিবাক্য: Fluctuat nec mergitur (লাতিন: "এটি তরঙ্গ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ডোবে না")
প্যারিসের অবস্থান
মানচিত্র
দেশ ফ্রান্স
পুনর্বিভাজন২০টি আরঁদিস্‌ম
আয়তন[1]১০৫.৪ বর্গকিমি (৪০.৭ বর্গমাইল)
  মহানগর (২০১০)১৭,১৭৫ বর্গকিমি (৬,৬৩১ বর্গমাইল)
জনসংখ্যা (জানুয়ারি ২০০৮[2])২২,১১,২৯৭
  ক্রমফ্রান্সে ১ম
  জনঘনত্ব২১,০০০/বর্গকিমি (৫৪,০০০/বর্গমাইল)
  পৌর এলাকা (জানুয়ারি ২০০৮)১,০৩,৫৪,৬৭৫[3]
  মহানগর (জানুয়ারি ২০০৮)১,২০,৮৯,০৯৮[4]
সময় অঞ্চলসিইটি (ইউটিসি+০১:০০)
  গ্রীষ্মকালীন (দিসস)সিইএসটি (ইউটিসি+০২:০০)
আইএনএসইই/ডাক কোড৭৫০৫৬ /৭৫০০১-৭৫০২০, ৭৫১১৬
ওয়েবসাইটwww.paris.fr
ফ্রান্সের ভূমি রেজিস্টার তথ্য, যার ভেতর হ্রদ, পুকুর, হিমবাহ > ১ বর্গকি.মি.(০.৩৮৬ বর্গ মাইল বা ২৪৭ একর) এবং নদীর মোহনা অন্তর্ভূক্ত নয়।

দুই হাজার বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। রাজনীতি, শিক্ষা, বিনোদন, গণমাধ্যম, পোষাকশৈলী, বিজ্ঞান ও শিল্পকলা - সবোদিক থেকে প্যারিসের গুরুত্ব ও প্রভাব এটিকে অন্যতম বিশ্বনগরীর মর্যাদা দিয়েছে।[8][9][10]

ইল্‌-দ্য-ফ্রঁস্‌ তথা প্যারিস অঞ্চল ফ্রান্সের অর্থনীতির কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। ২০০৬ সালে এটি ফ্রান্সের মোট জাতীয় আয়ের এক-চতুর্থাংশেরও বেশি উৎপাদন করে, যার মূল্যমান ৫০০.৮ বিলিয়ন ইউরো (৬২৮.৯ বিলিয়ন মার্কিন ডলার)।[11]। প্যারিসের লা দেফঁস (La Défense) ইউরোপের বৃহত্তম পরিকল্পিত বাণিজ্যিক এলাকা।[12] এখানে ফ্রান্সের প্রধান প্রধান কোম্পানিরগুলির প্রায় অর্ধেক সংখ্যকের সদর দপ্তর অবস্থিত। বিশ্বের বৃহত্তম ১০০টি কোম্পানির ১৫টির সদর দপ্তরের অবস্থান এই প্যারিসেই।[13]। এছাড়াও, প্যারিসে অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে; এদের মধ্যে আছে ইউনেস্কো, ওইসিডি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, কিংবা অ-প্রাতিষ্ঠানিক প্যারিস ক্লাব

সাংস্কৃতিক ঐতিহ্য

হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতির শহর এটি । জাদুঘরের শহর , বিশ্বের ফ্যাশন জগতের রাজধানী এবং কেনাকাটার জন্য সুবিখ্যাত। আলোর শহরও এটি ।

পর্যটন

বিশ্বের সবচেয়ে বেশীসংখ্যক পর্যটকের গন্তব্যস্থল প্যারিস; প্রতি বছর এখানে প্রায় ৩ কোটি বিদেশী পর্যটক বেড়াতে আসেন।[14] শহরটির অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে আইফেল টাওয়ার, নোত্র্‌ দাম গির্জা, শঁজেলিজে সড়ক, আর্ক দ্য ত্রিয়োম্‌ফ, বাজিলিক দ্যু সাক্রে ক্যর, লেজাভালিদ্‌, পন্তেওঁ, গ্রঁদ আর্শ, পালে গার্নিয়ে, ল্যুভ্র জাদুঘর, ম্যুজে দর্সে, ম্যুজে নাসিওনাল দার মোদের্ন ইত্যাদি।

খেলাধূলা

স্তাদ দ্য ফ্রান্স ৮২,০০০ আসন বিশিষ্ট শহরের প্রধান ও দেশের জাতীয় স্টেডিয়াম বা ক্রীড়া-ময়দান। এটি ইউরোপের ৬ষ্ঠ বৃহত্তম ক্রীড়া-ময়দান। এছাড়া পার্ক দে প্রাঁস শহরের আরেকটি অন্যতম ক্রীড়া-ময়দান। বিখ্যাত ফুটবল ক্লাব পারি সাঁ জেরমাঁ-র ঘরের মাঠ এটি।

পরিবহন

বিমান পরিবহন

২০২০ সালে প্যারিসে- চার্লস ডি গল বিমানবন্দর ছিল ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর এবং বিশ্বের অষ্টম ব্যস্ততম বিমানবন্দর

শার্ল দ্য গোল বিমানবন্দর প্যারিস শহর ছাড়াও সমগ্র ফ্রান্সের প্রধান, বৃহত্তম ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও আছে অর্লি বিমানবন্দরবোভে-তিলে বিমানবন্দর নামের আরও দুইটি আন্তর্জাতিক বিমানবন্দর। পারি লো-বুর্জে বিমানবন্দর ঐতিহাসিকভাবে প্যারিসের প্রাচীনতম বিমানবন্দর এবং শহরের কেন্দ্রের সবচেয়ে কাছে অবস্থিত হলেও এটি বর্তমানে ব্যক্তিগত বিমান সেবার জন্য ব্যবহার করা হয়।

আন্তর্জাতিক সংস্থা

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা তথা ইউনেস্কোর সদর দপ্তর এই শহরে অবস্থিত।

প্রাসঙ্গিক নিবন্ধসমূহ

পাদটীকা ও তথ্যসূত্র

  1. INSEE local statistics ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ ডিসেম্বর ২০০৯ তারিখে, including Bois de Boulogne and Bois de Vincennes
  2. (ফরাসি) Institut National de la Statistique et des Études Économiques"Commune : Paris (75056) – Thème : Évolution et structure de la population"। সংগ্রহের তারিখ ২০১১-০৮-৩১
  3. "Unité urbaine 2010 : Paris (00851)" (French ভাষায়)। Insee। ২০১২-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-২০
  4. "Aire urbaine 2010 : Paris (001)" (French ভাষায়)। Insee। ২০১২-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-২০
  5. (ফরাসি) INSEE, Government of France. "Population des villes et unités urbaines de plus de 1 million d'habitants de l'Union Européenne" 2006-04-10 তারিখে সংগৃহীত।
  6. (ফরাসি) INSEE, Government of France. "Aire Urbaine '99 - pop totale par sexe et âge" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ এপ্রিল ২০০৯ তারিখে 2006-04-10 তারিখে সংগৃহীত।
  7. (ইংরেজি) World Gazetteer. "World Metropolitan Areas" 2007-01-18 তারিখে সংগৃহীত।
  8. Inventory of World Cities, GaWC, Loughborough University
  9. Global Cities: GaWC Inventory of World Cities 1999 Global cities#GaWC Inventory of World Cities. 281999 Edition.29
  10. Global Cities: GaWC Inventory of World Cities 2004 Global cities#GaWC Leading World Cities .282004 Edition.29
  11. (ফরাসি) INSEE, Government of France"Produits Intérieurs Bruts Régionaux (PIBR) en valeur en millions d'euros" (XLS)। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-০১
  12. Logistics-in-Europe। ""Paris Ile-de-France, a head start in Europe""। ২০০৭-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-০৫
  13. DeCarlo, Scott (২০০৬-০৩-৩০)। "The World's 2000 Largest Public Companies"Forbes। সংগ্রহের তারিখ ২০০৭-০১-১৬
  14. (ফরাসি) INSEE"Le tourisme se porte mieux en 2004" (PDF)। সংগ্রহের তারিখ ২০০৭-০১-১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.