প্যারালিম্পিকে সিয়েরা লিওন
সিয়েরা লিওনের প্যারালিম্পিকে অভিষেক হয় আট্লান্টায় অনুষ্ঠিত ১৯৯৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণের মাধ্যমে, যাতে কেলি মারাহ নামে একজন মাত্র ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল, যিনি ৬ টি ইভেন্টে নাম নিবন্ধন করলেও মাত্র একটি ইভেন্টে অংশ নেয়। কিন্তু কোন পদক জিততে পারেনি।[1] ২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে সিয়েরা লিওনের প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ কামারা। তিনি পুরুষদের ট্রাক অ্যান্ড রোড ১০০ ও ২০০ মিটার ইভেন্টে অংশগ্রহণ করেন। তবে কোন পদক পাননি।
প্যারালিম্পিক গেমসে সিয়েরা লিওন | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||
প্যারালিম্পিক ইতিহাস | ||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||
|
সিয়েরা লিওন কখনো শীতকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণ করেনি।
প্যারালিম্পিকে সিয়েরা লিওনের ফলাফল
নাম | গেমস | ক্রীড়া | ইভেন্ট | স্কোর | র্যাঙ্ক |
---|---|---|---|---|---|
কেলি মারাহ | ১৯৯৬ আট্লান্টা | দৌড়বাজী | Men's 200m T37 | DNS | - |
কেলি মারাহ | ১৯৯৬ আট্লান্টা | দৌড়বাজী | Men's discus F34/37 | DNS | - |
কেলি মারাহ | ১৯৯৬ আট্লান্টা | দৌড়বাজী | Men's javelin throw F34/37 | ৩১.৪০ | ৬ |
কেলি মারাহ | ১৯৯৬ আট্লান্টা | দৌড়বাজী | Men's shot put F34/37 | DNS | - |
আরও দেখরন
তথ্যসূত্র
![](../I/Wikinews-logo.svg.png.webp)
উইকিসংবাদে Sierra Leone sends lone athlete for the nation's second ever Paralympic Games সম্পর্কিত সংবাদ রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.