প্যারালিম্পিকে সিয়েরা লিওন

সিয়েরা লিওনের প্যারালিম্পিকে অভিষেক হয় আট্লান্টায় অনুষ্ঠিত ১৯৯৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণের মাধ্যমে, যাতে কেলি মারাহ নামে একজন মাত্র ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল, যিনি ৬ টি ইভেন্টে নাম নিবন্ধন করলেও মাত্র একটি ইভেন্টে অংশ নেয়। কিন্তু কোন পদক জিততে পারেনি।[1] ২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে সিয়েরা লিওনের প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ কামারা। তিনি পুরুষদের ট্রাক অ্যান্ড রোড ১০০ ও ২০০ মিটার ইভেন্টে অংশগ্রহণ করেন। তবে কোন পদক পাননি।

প্যারালিম্পিক গেমসে সিয়েরা লিওন

সিয়েরা লিওনের জাতীয় পতাকা
আইপিসি কোড  SLE
এনপিসি Association of Sports for the Disabled
প্যারালিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
  • ১৯৬৪–১৯৯২
  • ১৯৯৬
  • ২০০০-২০০৮
  • ২০১২

সিয়েরা লিওন কখনো শীতকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণ করেনি।

প্যারালিম্পিকে সিয়েরা লিওনের ফলাফল

নাম গেমস ক্রীড়া ইভেন্ট স্কোর র্যাঙ্ক
কেলি মারাহ১৯৯৬ আট্লান্টাদৌড়বাজীMen's 200m T37DNS-
কেলি মারাহ১৯৯৬ আট্লান্টাদৌড়বাজীMen's discus F34/37DNS-
কেলি মারাহ১৯৯৬ আট্লান্টাদৌড়বাজীMen's javelin throw F34/37৩১.৪০
কেলি মারাহ১৯৯৬ আট্লান্টাদৌড়বাজীMen's shot put F34/37DNS-

আরও দেখরন

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.