প্যাটি ডিউক

অ্যানা মারি "প্যাটি" ডিউক (ইংরেজি: Anna Marie "Patty" Duke; ১৪ ডিসেম্বর ১৯৪৬ - ২৯ মার্চ ২০১৬) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন - এই তিন মাধ্যমেই অভিনয় করেছেন। তার প্রথম আলোচিত সাফল্য হল দ্য মিরাকল ওয়ার্কার (১৯৬২) ছবিতে হেলেন কেলারের ভূমিকায় অভিনয়, যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[1][2] ব্রডওয়ে মঞ্চেও তিনি এই চরিত্রে অভিনয় করেছিলেন। পরের বছর তিনি তার নিজের অনুষ্ঠান দ্য প্যাটি ডিউক শো-এ একই রকম দেখতে দুই বোন ক্যাথি ও প্যাটি লেন চরিত্রে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি আরও পরিপক্ব চরিত্রে কাজ করতে থাকেন, তন্মধ্যে রয়েছে ভ্যালি অব দ্য ডলস (১৯৬৭) ছবিতে নেলি ওহারা।

প্যাটি ডিউক
Patty Duke
১৯৭৫ সালে প্রচারণামূলক ছবিতে ডিউক
জন্ম
অ্যানা মারি ডিউক

(১৯৪৬-১২-১৪)১৪ ডিসেম্বর ১৯৪৬
কুইন্স, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৯ মার্চ ২০১৬(2016-03-29) (বয়স ৬৯)
কোয়ের দালেনে, আইডাহো, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিফরেস্ট সেমেটারি, কোয়ের দালেনে, আইডাহো
অন্যান্য নামপ্যাটি ডিউক অস্টিন
অ্যানা ডিউক-পিয়ার্স
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৫০-২০১৫
দাম্পত্য সঙ্গীহ্যারি ফক
(বি. ১৯৬৫; বিচ্ছেদ. ১৯৬৯)

মাইকেল টেল
(বি. ১৯৭০; বছরপূর্তি ১৯৭০)

জন অস্টিন
(বি. ১৯৭২; বিচ্ছেদ. ১৯৮৫)

মাইকেল পিয়ার্স
(বি. ১৯৮৬; মৃ. ২০১৬)
সন্তান

অভিনয় জীবনে ডিউক দশটি এমি পুরস্কারের মনোনয়ন ও তিনটি এমি জয় করেন, এবং দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতির দায়িত্ব পালন করেন।[3]

তথ্যসূত্র

  1. হিল, লিবি (২৯ মার্চ ২০১৬)। "Patty Duke dies at 69; Oscar winner was the youngest at the time to receive the award"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮
  2. স্মিথ, নাইজেল এম. (২৯ মার্চ ২০১৬)। "Patty Duke, Oscar-winning actress and former child star of TV show, dies at 69"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮
  3. পুয়েন্টে, মারিয়া (২৯ মার্চ ২০১৬)। "Oscar-winning former child star Patty Duke dies, age 69"ইউএসএ টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.