পোস্ত (চলচ্চিত্র)

পোস্ত হল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়নন্দিতা রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় , যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী ও পরান বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালের ১২ শে মে ছবিটি মুক্তি পায়। ছবিটি দেশে ও বিদেশে (যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দুবাই, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস) একই দিনে মুক্তি পায়। চলচ্চিত্রটি বাংলার ছাড়া সারা ভারতে ১০০ টি হলে মুক্তি পায় যা বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি করবে।[5] চলচ্চিত্রটি বাঙালি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের কাহিনী মোহনবিল অবলম্বনে তৈরী। কিন্তু পরিচালকদ্বয় কাহিনীকারের নাম উল্লেখ না করায় সংবাদমাধ্যমে সমালোচিত হয়েছিলেন।[6][7][8]

পোস্ত
পোস্ত চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশিবপ্রসাদ মুখোপাধ্যায়
নন্দিতা রায়
প্রযোজকইউন্ডোজ
শ্রেষ্ঠাংশে
মুক্তি
[1]
দেশ ভারত
ভাষাবাংলা
আয় কোটি (US$ ০.৯৮ মিলিয়ন)[2][3][4]

অভিনয়ে

মুক্তি

চলচ্চিত্রটি বিশ্ব জুড়ে মুক্তি পায় ২০১৭ সালের ১২ মে। চলচ্চিত্রটি দেশে ও দেশের বাইরে ইউরোপের বিভিন্ন দেশ ও উত্তর আমেরিকার যুক্তরাষ্ট ও কানাডাতে একই সাথে মুক্তি পায়।

আয়

চলচ্চিত্রটি প্রথম দিনে ₹০.২০ কোটি টাকা আয় করে। প্রথম চার দিনে চলচ্চিত্রটির আয় ছিল ₹১ কোটি। প্রথম দুই সপ্তাহে ছবিটা ৩.৫ কোটি (US$ ৪,২৭,৮১৫.৫) টাকা আয় করে। চার সপ্তাহ শেষে ছবিটি শুধু পশ্চিমবঙ্গে  ৫.৫ কোটি (US$ ০.৬৭ মিলিয়ন) টাকা আয় করেছে। বিশ্ব জুড়ে ছবিটি প্রথম চার সপ্তাহে আয় করেছে  কোটি (US$ ০.৮৬ মিলিয়ন) টাকা।

তথ্যসূত্র

  1. "ওরা নিনেমাকে বাঁচিয়ে রাখতে জানে"
  2. https://web.archive.org/web/20170817081844/http://www.epaper.eisamay.com/Details.aspx?id=32352&boxid=15131326। ১৭ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৭ |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  3. "posto's success is special for us said jisshu sengupta and and mimi chakraborty ('পোস্ত'র সাফল্যটা স্পেশ্যাল, বললেন মিমি-যিশু), ১৪ দিনের হিসাবে ৩.৫ কোটির মত ব্যবসা করেছে ছবিটি"
  4. "Posto creates history, makes 1 crore in 4 days"
  5. "জাতীয় স্তরে প্রায় ১০০ টি হলে মুক্তি পাবে 'পোস্ত'"
  6. "'পোস্ত', 'প্রাক্তন'এ ব্রাত্য সুচিত্রা"kolkata24x7.com। ১৮ মে ২০১৭। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭
  7. পারমিতা মুখোপাধ্যায়। "প্রাক্তন'ও 'পোস্ত'-র গল্প চুরি করেছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি!"। উনিশ কুড়ি। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৭
  8. "সুচিত্রার নামটা দিলে কি খুব ক্ষতি হয়ে যেত!‌"bengaltimes.in। ২৫ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.