পোন্তুস

গ্রিক পুরাণে, পোন্তুস[1] হল ধরিত্রীমাতা গেইয়ার সন্তান এবং তার কোন পিতা ছিল না। হেসিয়ডের মতে, কোন প্রকার যৌনসম্পর্কে আবদ্ধ হওয়া ব্যতীতই তার জন্ম হয়।[2] তবে গাইয়াস জুলিয়াস হাইজিনাসের মতে, পোন্তুস ইথার ও গেইয়ার সন্তান ছিলেন।[3] তিনি গ্রিক আদ্যকালীন দেবতাদের একজন এবং প্রাচীন সমুদ্র দেবতা। গেইয়ার সাথে পোন্তুসের মিলনে নেরেউস, থাউমাস, ফোর্কিস, কেতোএউরিবিয়ার জন্ম হয়।

খ্রিষ্টীয় ২য় শতকে তৈরি করা পোন্তুসের মূর্তি। বাম দিকে রয়েছে ফরচুনা

তথ্যসূত্র

  1. প্রত্ন-ইন্দো-ইউরোপীয় থেকে *pont-eh1-, *pn̩t-h1, "path" (দেখুন আর. এস. পি. বিকস, Etymological Dictionary of Greek, ব্রিল, ২০০৯, পৃষ্ঠা ১২২১)।
  2. ইভলিন-হোয়াইট, হিউ জি. সম্পা. (১৯১৪)। The Homeric Hymns and Homerica with an English Translation। লন্ডন: উইলিয়াম হাইনেমান লিমিটেড।
  3. গাইয়াস জুলিয়াস হাইজিনাস. Fabulae, Preface

উৎস

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.