পেশাওয়ার জালমি
পেশাওয়ার জালমি (পশতু: پېښور زلمي; উর্দু: پشاور زلمی) হল পেশাওয়ার শহরের প্রতিনিধিত্বমূলক পাকিস্তান সুপার লিগ-এর একটি ফ্রাঞ্চাইজ ক্রিকেট দল।[1] দলটিকে ২০১৫ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক পাকিস্তান সুপার লিগ ক্রিকেট প্রতিযোগিতার জন্য প্রতিষ্ঠিত করা হয়।[2] দলটি শহীদ আফ্রিদীর চাচাতো ভাই জনাব জাভেদ আফ্রিদীর মালিকানাধীন।[3]
پېښور زلمي پشاور زلمی | |||
ডাকনাম | পিজে | ||
---|---|---|---|
লিগ | পাকিস্তান সুপার লিগ | ||
কর্মীবৃন্দ | |||
অধিনায়ক | ওয়াহাব রিয়াজ | ||
কোচ | জেমস ফস্টার | ||
মালিক | জাভেদ আফ্রিদী | ||
দলের তথ্য | |||
শহর | পেশাওয়ার, খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান | ||
রং | |||
প্রতিষ্ঠা | ২০১৫ | ||
ইতিহাস | |||
পিসিএল জয় | ১ (২০১৭) | ||
দাপ্তরিক ওয়েবসাইট | www.peshawarzalmi.com | ||
|
ফ্রাঞ্চাইজ ইতিহাস
২০১৫ সালে পিসিবি পাকিস্তান সুপার লিগের প্রথম উদ্বোধনী মৌসুমে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রতিনিধিত্ব করবে বলে ঘোষণা দেয়। ২০১৫ সালের ৩ ডিসেম্বরে পিসিবি পাঁচটি শহর-ভিত্তিক এবং ফ্র্যাঞ্চাইজিং মালিকদের সমন্বয়ে পাকিস্তান সুপার লিগের প্রথম মৌসুম উন্মোচন করেন। পেশোয়ার জালমিকে দশ বছরের জন্য $১৬ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হায়ার গ্রুপ কিনে নেয়।[4]
দলের বৈশিষ্ট্য
দলের নাম এবং লোগো
২০১৫ সালের ১৩ ডিসেম্বর তারিখে পেশোয়ার জালমি দলের স্বত্তাধিকারী জনাব জাভেদ আফ্রিদি দলটির চূড়ান্ত নাম এবং লোগো উন্মোচন করেন।[1] জালমি হল একটি পশতু ভাষা, যার অর্থ হল যুবক বা তরুন।
পোশাকের রঙ
দলটির পোশাকের রং হলুদ এবং কালো রং এর সমন্বয়ে তৈরী করা হয়েছে।
বর্তমান দল
তালিকায় আন্তর্জাতিক ক্রিকেটারদের গাঢ় রং দ্বারা চিহ্নিত করা হয়েছে।
নাম | জাতীয়তা | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | মন্তব্য | ||
---|---|---|---|---|---|---|
ব্যাটসম্যান | ||||||
Mohammad Hafeez | ডানহাতি | Right-arm off Spin | ||||
Tamim Iqbal | Left-hand | - | Overseas | |||
Musadiq Ahmed | ডানহাতি | - | ||||
Israrullah | Left-Hand | - | Supplemental | |||
Brad Hodge | ডানহাতি | - | Supplemental/Overseas | |||
Shahid Yousuf | ডানহাতি | - | ||||
All-rounders | ||||||
Shahid Afridi | ডানহাতি | Right-Arm Leg Spin | Captain, first pick in players draft[5] | |||
Darren Sammy | ডানহাতি | Right-arm Medium Fast |
Overseas | |||
Jim Allenby | ডানহাতি | Right arm Medium | Overseas | |||
Dawid Malan | বাহাতি | Right Arm Leg Break | Overseas | |||
Aamer Yamin | ডানহাতি | Right Arm Medium | ||||
Wicket-keeper | ||||||
Kamran Akmal | ডানহাতি | - | ||||
Bowlers | ||||||
Abdur Rehman | বাহাতি | Left-arm off spin | ||||
Junaid Khan | বাহাতি | Left-arm Fast | ||||
Wahab Riaz | ডানহাতি | Left-arm Fast | ||||
Imran Khan | ডানহাতি | Left-arm Medium Fast | ||||
Hasan Ali | ডানহাতি | Right Arm Medium Fast | ||||
Taj Wali | বাহাতি | Left Arm Medium Fast | ||||
Chris Jordan | ডানহাতি | Right-arm Fast | ||||
Muhammad Asghar | বাহাতি | Left Arm Spinner | Supplemental | |||
পরিচালনা কমিটি এবং কোচিং স্টাফ
নাম | অবস্থান |
---|---|
Javed Afridi (Haier Pakistan) | Owner |
Imran Khan | Mentor[6] |
Abdul Rehman | Manager |
Mohammad Akram | Head Coach/Director |
অ্যান্ডি ফ্লাওয়ার | Batting Coach/Mentor[7] |
Grant Luden | Fielding Coach/Fitness Trainer |
Ibrahim Qureshi | Assistant Trainer |
Bradley Ian Robinson | Physiotherapist |
Usman Hashmi | Analyst |
তথ্যসূত্র
- "Presenting you the Logo of Peshawar Zalmi"। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৫।
- "Pakistan Super League T20 in UAE seeks to rival India's IPL"। ২৯ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫।
- "Peshawar is close to my heart: PSL Team owner Javed Afridi"। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৫।
- "Pakistan Super League: Seven Companies fight it out to buy franchises"। Express etribune। ৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫।
- "Shahid Afridi becomes first player to be picked in Pakistan Super League (PSL)"। Cricket Country। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৫।
- "Imran Khan to mentor Peshawar in PSL, says owner"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৫।
- "England's Andy Flower to coach Peshawar Zalmi"। Business Recorder। Madiha Shakeel। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৫।