পেশী তন্ত্র
অভ্যন্তরীণ অঙ্গ এবং রক্তনালীর গায়ের অনৈচ্ছিক পেশী,হৃদপিন্ডের পেশী এবং অস্থিগাত্রের সাথে লাগানো ঐচ্ছিক কঙ্কাল পেশী নিয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে পেশিতন্ত্র বলে।

মানবদেহের সম্মুখভাবের পেশীর চিত্র
পেশী তন্ত্রের অংশ সমূহ
- পেশীকলা
- ডোরাকাটা ঐচ্ছিক অস্থিযুক্ত পেশী (striated voluntary skeletal muscle)
- শ্বেততন্তু
- লোহিত
- অনৈচ্ছিক মসৃণ পেশী (Smooth muscle)
- এক-একক
- বহু-একক
- ডোরাকাটা ঐচ্ছিক অস্থিযুক্ত পেশী (striated voluntary skeletal muscle)
- টেন্ডন
পেশীতন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ। 1. অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন,চলাফেরায় সহায়তা,অঙ্গ বিন্যাস এবং ভারসাম্য রক্ষা করা। 2. কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করা। 3. পেশীতে গ্লাইকোজেন সঞ্চয় করে ভবিষ্যৎ জরুরি প্রয়োজনে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা। 4. বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় হৃৎপেশির হৃৎপিন্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করা। 5. মলমূত্র ত্যাগ,পরিপাকনালির মধ্য দিয়ে খাদ্য বস্তুর চলন প্রভৃতি স্বয়ংক্রিয় কাজে ভূমিকা পালন।
পেশী-কঙ্কাল তন্ত্র |
| ||||||
---|---|---|---|---|---|---|---|
সংবহন তন্ত্র |
| ||||||
স্নায়ু তন্ত্র |
| ||||||
আচ্ছাদন তন্ত্র |
| ||||||
শ্বসন তন্ত্র |
| ||||||
পরিপাক তন্ত্র |
| ||||||
রেচন তন্ত্র | |||||||
জনন তন্ত্র |
| ||||||
অন্তঃক্ষরা তন্ত্র |
|
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.