পের্সেস (টাইটান)
গ্রিক পুরাণে, পের্সেস (প্রাচীন গ্রিক: Πέρσης) ছিল টাইটান ক্রিউস ও এউরিবিয়ার সন্তান এবং আস্ত্রাইয়ুস ও পাল্লাসের ভাই।[1] তার নামটি প্রাচীন গ্রিক শব্দ "পের্থো" (perthō) থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হল "লুণ্ঠন করা", "ধ্বংস করা"। এ থেকেই তিনি গ্রিক পুরাণে ধ্বংস প্রবণতার টাইটান দেবতা।[2] তার সাথে টাইটান ফয়বে ও কয়উসের কন্যা আস্তেরিয়ার বিয়ে হয়।[3] তাদের হেকাতে নামে একটিমাত্র কন্যাসন্তান ছিল। হেকাতেকে জিউস বনভূমি, শিশু জন্ম, ডাইনী, ও জাদুবিদ্যার দেবীর সম্মান প্রদান করেন।[4]
পের্সেস | |
---|---|
ধ্বংস | |
ব্যক্তিগত তথ্য | |
মাতাপিতা | ক্রিউস ও এউরিবিয়া |
সহোদর | আস্ত্রাইয়ুস ও পাল্লাস |
সঙ্গী | আস্তেরিয়া |
সন্তান | হেকাতে |
তথ্যসূত্র
- Warr, George C. W. The Greek Epic London. 1895. pg. 272।
- Perses Titan god of destruction, theoi.com।
- ASTERIA Titan goddess of falling stars, theoi.com।
- HECATE: Greek goddess of witchcraft, ghosts & magic, theoi.com।
টেমপ্লেট:প্রাচীন গ্রিক শ্বর
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.