পেটব্যথা

পেটব্যথা (ইংরেজি: Abdominal pain/Stomach ache) পাকস্থলির ব্যথা নামেও পরিচিত। এটি মারাত্মক অথবা নিরাপদ উভয়ই হতে পারে।

পেটব্যথা
Abdominal pain can be characterized by the region it affects

পেট ব্যথার অন্যতম কারণ হতে পারে গ্যাস্ট্রোএনটেরিটিস এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোম[1] ১০ শতাংশ ব্যক্তির মারাত্মক পেট ব্যথার অন্যতম কারণ হচ্ছে এপেন্ডিসাইটিস, উদরীয় এওর্টিক এনিউরসাম বিদীর্ণ হয়ে গেলে, উপস্থলীময়তা অথবা ইক্টোপিক গর্ভাধান। সর্বশেষটি কেন হয়; তার কারণ অজানা।

বিভিন্ন রোগের কারণেও পেটব্যথা হতে পারে। তাই তার সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা করা জরুরী। [2]


তথ্যসূত্র

  1. Viniol A, Keunecke C, Biroga T, Stadje R, Dornieden K, Bösner S, ও অন্যান্য (অক্টোবর ২০১৪)। "Studies of the symptom abdominal pain--a systematic review and meta-analysis"। Family Practice31 (5): 517–29। ডিওআই:10.1093/fampra/cmu036পিএমআইডি 24987023
  2. "differential diagnosis"Merriam-Webster (Medical dictionary)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৪


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.