পূর্ব ভারত

পূর্ব ভারত (ইংরেজি: East India) ভারতের পশ্চিমবঙ্গ, বিহার,[1] ঝাড়খণ্ডওড়িশা রাজ্যের সমন্বয়ে গঠিত অঞ্চল। ভৌগলিকভাবে এটি উত্তর ভারতউত্তর-পূর্ব ভারত অঞ্চল দুইটির মাঝে অবস্থিত এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সাথে ভাষাগত ও সংস্কৃতিগতভাবে সম্পর্কিত।

পূর্ব ভারত

সময় অঞ্চল আইটিসি (ইউটিসি+৫:৩০)
আয়তন ৪১৮৩২৩ বর্গকিমি
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পশ্চিম বঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর
বৃহত্তম শহরসমূহ (২০১৫) কলকাতা, হাওড়া, পাটনা, রাঁচি, জামশেদপুর, ধানবাদ, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর, ভুবনেশ্বর
সরকারী ভাষাসমূহ বাংলা, সাঁওতালি, মৈথিলি, ওড়িয়া, হিন্দি
জনসংখ্যা ২৬৯২৫১৯৫০
জনঘনত্ব ৫৪০ /বর্গকিমি
জন্মহার ২১.৮
মৃত্যুহার ৯.১৬
নবজাতক মৃত্যুহার ৩৫.৪

এই অঞ্চলে কথিত ইন্দো-আর্য ভাষাগুলি প্রাচীন মগধ রাজ্যের মাগধী প্রাকৃত ভাষা থেকে উদ্ভূত; এদের মধ্যে মাগধী ভাষাওড়িয়া ভাষা সবচেয়ে সরাসরি মাগধী প্রাকৃত থেকে উদ্ভূত বলে মনে করা হয়।

দুর্গাজগন্নাথ এই অঞ্চলের জনপ্রিয় দেবদেবী। পুরি হিন্দুধর্মের একটি পূর্বাঞ্চলীয় তীর্থকেন্দ্র। ভুবনেশ্বর মন্দিরের শহর হিসেবে খ্যাত।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা অঞ্চলটির বৃহত্তম মেট্রোপলিটন শহর। তবে ঐতিহাসিকভাবে কলকাতা, ভুবনেশ্বর, কটকপুরী এবং বিহারের রাজধানী পাটনা গুরুত্ববাহী।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "State Profile"। Bihar Government website। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "Food riots, anger as floods swamp South Asia"। Reuters India।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.