পূর্ব ভারত
পূর্ব ভারত (ইংরেজি: East India) ভারতের পশ্চিমবঙ্গ, বিহার,[1] ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের সমন্বয়ে গঠিত অঞ্চল। ভৌগলিকভাবে এটি উত্তর ভারত ও উত্তর-পূর্ব ভারত অঞ্চল দুইটির মাঝে অবস্থিত এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সাথে ভাষাগত ও সংস্কৃতিগতভাবে সম্পর্কিত।
পূর্ব ভারত | |
সময় অঞ্চল | আইটিসি (ইউটিসি+৫:৩০) |
আয়তন | ৪১৮৩২৩ বর্গকিমি |
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল | পশ্চিম বঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর |
বৃহত্তম শহরসমূহ (২০১৫) | কলকাতা, হাওড়া, পাটনা, রাঁচি, জামশেদপুর, ধানবাদ, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর, ভুবনেশ্বর |
সরকারী ভাষাসমূহ | বাংলা, সাঁওতালি, মৈথিলি, ওড়িয়া, হিন্দি |
জনসংখ্যা | ২৬৯২৫১৯৫০ |
জনঘনত্ব | ৫৪০ /বর্গকিমি |
জন্মহার | ২১.৮ |
মৃত্যুহার | ৯.১৬ |
নবজাতক মৃত্যুহার | ৩৫.৪ |
এই অঞ্চলে কথিত ইন্দো-আর্য ভাষাগুলি প্রাচীন মগধ রাজ্যের মাগধী প্রাকৃত ভাষা থেকে উদ্ভূত; এদের মধ্যে মাগধী ভাষা ও ওড়িয়া ভাষা সবচেয়ে সরাসরি মাগধী প্রাকৃত থেকে উদ্ভূত বলে মনে করা হয়।
দুর্গা ও জগন্নাথ এই অঞ্চলের জনপ্রিয় দেবদেবী। পুরি হিন্দুধর্মের একটি পূর্বাঞ্চলীয় তীর্থকেন্দ্র। ভুবনেশ্বর মন্দিরের শহর হিসেবে খ্যাত।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা অঞ্চলটির বৃহত্তম মেট্রোপলিটন শহর। তবে ঐতিহাসিকভাবে কলকাতা, ভুবনেশ্বর, কটক ও পুরী এবং বিহারের রাজধানী পাটনা গুরুত্ববাহী।[2]
তথ্যসূত্র
- "State Profile"। Bihar Government website। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Food riots, anger as floods swamp South Asia"। Reuters India।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.