পূর্ব জাফলং ইউনিয়ন
পূর্ব জাফলং ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি একটি ইউনিয়ন।[1][2]
পূর্ব জাফলং | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() পূর্ব জাফলং ![]() ![]() পূর্ব জাফলং | |
স্থানাঙ্ক: ২৫°৯′১১.০০২″ উত্তর ৯২°১′৫.০০২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোয়াইনঘাট উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ রফিকুল ইসলাম |
আয়তন | |
• মোট | ৪,৮১৭ হেক্টর (১১,৯০২ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৫০,৮৯১ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৮.৮১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৪১ ৩১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
গোয়াইনগাট উপজেলা থেকে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিসদের দূরত্ব ৯.০০ কিলোমিটার। সীমানাঃ- পূর্বে জৈন্তাপুর উপজেলা, পশ্চিমে পশ্চিম জাফলং ইউনিয়ন, উত্তরে ভারত, দক্ষিণে আলীর গাঁওইউনিয়ন।
ইতিহাস
১৯৭৪ ইংরেজি সালে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ গঠন লগ্নে জাফলং বাজার এর নাম করন অনুসারে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ নামকরণ করা হয়।
প্রশাসনিক এলাকা
- আসামপাড়া
- আসামপাড়া হাওর
- সানকীভাঙ্গা
- নবম খন্ড
- ছৈলাখেল ৮ম খন্ড
- লাখেরপাড়
- কৈকান্দির পাড়
- জাফলং বস্তি
- নয়াবস্তি
- কান্দু বস্তি
- পাথরটিলা
- পশ্চিম কালিনগর
- কালিনগর
- মুসলিমনগর
- মোহাম্মদপুর
- মামার বাজার
- রহমত পুর
- রসুল পুর
- গুচ্ছগ্রাম
- সোনাটিলা
- তামাবিল
- ছৈলাখেল ৭ম খন্ড
- শান্তিনগর
- মুজিরনগর
- নলজুরী
- আমস্বপ্ন
- খাশিয়া হাওর
- মমিনপুর
- পশ্চিম লাখেরপাড়
- বাবুলের জুম
- বল্লাঘাট
আয়তন ও জনসংখ্যা
আয়তনঃ ৪৮ বর্গ কিলোমিটার। জনসংখ্যাঃ- ৫৮৩২০ জন। পুরুষ- ২৯৮৩০ জন। মহিলা- ২৮৪৯০ জন। ভোটার সংখ্যাঃ- ২৫৩২০ জন, পুরুষ-১২৩৭৩ জন, মহিলা-১২৯৪৭জন।
শিক্ষা
শিক্ষার হার : ২৮.৮১%
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারি প্রাথমিক বিদ্যালয়-১২টি।
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি।
- মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা- বেসরকারি ৩টি
- মাদ্রাসার সংখ্যাঃ- আলীয়া ২টি, কওমি ৬টি
- মসজিদ ৬৬টি
- মন্দির ১৯টি
দর্শনীয় স্থান
- জাফলং চা বাগান
- জিরো পয়েন্ট
- বিজিবি ক্যাম্প
- মায়াবী ঝর্ণা
- তামাবিল স্থল বন্দর
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মো: রফিকুল ইসলাম
ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আবুল হাসিম জমিদার | ১৯৭৪-১৯৭৭ |
০২ | মো: লুৎফুর রহমান (লেবু) | ১৯৭৭-১৯৯৯ |
০৩ | মো: হামিদুল হক ভূইয়া বাবুল | ১৯৯৯-২০১৬ |
০৪
০৫ |
মো: লুৎফুর রহমান (লেবু)
মো: রফিকুল ইসলাম |
২০১৬-২০২২
২০২২-বর্তমান |
আরও দেখুন
- ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন
- ৮নং তোয়াকুল ইউনিয়ন
- ৯নং ডৌবাড়ী ইউনিয়ন
তথ্যসূত্র
- "এক নজরে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৯।
- "গোয়াইনঘাট উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.