পূজা উমাশঙ্কর
পূজা উমাশঙ্কর বা পূজা গৌতমি উমাশঙ্কর (ইংরেজি: Pooja Umashankar বা Pooja Gauthami Umashankar)(জন্ম: ২৫শে জুন, ১৯৮১) একজন শ্রীলঙ্কান অভিনেত্রী। তিনি পূজা নামেই বেশি পরিচিত। তিনি মূলত মূলধারার চলচ্চিত্রে এসেছেন কিছু তামিল সিনেমায় অভিনয়ের মাধ্যমে।[2]
পূজা উমাশঙ্কর | |
---|---|
জন্ম | পূজা গৌথামি উমাশঙ্কর ২৫ জুন ১৯৮১ |
পেশা | মডেল, অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৩–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | প্রশান ডেভিড বিকতন[1] |
প্রাথমিক জীবন
তার মা সন্ধ্যা যিনি সিংহলি এবং বাবা উমাশঙ্কর একজন ভারতীয়।[3] মি. উমাশঙ্কর হিন্দুস্থান ইউনিলিভারের একজন ব্যাবস্থাপক হিসেবে কর্মরত। পূজা কন্নড়, সিংহলি, তামিল এবং ইংরেজি ভাষায় কথা বলতে পারেন।[4] প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি ভারতে চলে আসেন। পরবর্তিতে তিনি বালদুইন গার্লস হাইস্কুলে পুনরায় শিক্ষা গ্রহণ শুরু করেন। এবং মাউন্ট কারমেল কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেন।[4]
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | নোট |
---|---|---|---|---|
২০০৩ | জায় জায় | সেমা | তামিল | শ্রেষ্ঠ আত্মপ্রকাশকারী নারী পুরস্কার জন্য আমরুথা সুরাবি চলচ্চিত্র পুরস্কার |
২০০৪ | অট্টহাসম | সাপনা | তামিল | |
২০০৫ | উল্লম কেটকুমাএ | ইরেনে | তামিল | |
২০০৫ | গীতন | প্রিয়া | তামিল | |
২০০৬ | আঞ্জালিকা | আঞ্জালিকা, উথথারা | সিংহলি | মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য সারাসাভিয়া চলচ্চিত্র পুরস্কার মনোনীত - সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী সারাসাভিয়া চলচ্চিত্র পুরস্কার |
২০০৬ | পট্টিযল | সন্ধিয়া | তামিল | |
২০০৬ | তমবি | অরচনা | তামিল | বছরের শ্রেষ্ঠ শ্রী জেল কোদাই এফএম তারকা |
২০০৬ | তগপন্সামি | মারিকোযহুনধু শানমুগাম | তামিল | |
২০০৭ | পরি | পূজা | তামিল | |
২০০৭ | পন্থায় কোযহি | শেনবগম | মালয়ালম | |
২০০৭ | আসাই মান পিয়াবান্না | রানমালে / মালেশা | সিংহলি | মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য সারাসাভিয়া চলচ্চিত্র পুরস্কার মনোনীত - সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী সারাসাভিয়া চলচ্চিত্র পুরস্কার |
২০০৭ | ওরম পো | রানি | তামিল | |
২০০৭ | ইয়াহালুভো | মানোরানি | সিংহলি | |
২০০৯ | নান কডবুল | হামসাহাভাল্লি | তামিল | শ্রেষ্ঠ অভিনেত্রীর - তামিল জন্য ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নারী চরিত্র শিল্পী জন্য তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বিজয় পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর - তামিল জন্য বিশ্ব মালয়ালম কাউন্সিল চলচ্চিত্র পুরস্কার মনোনীত:- শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
২০০৯ | টিএন-০৭ এএল ৪৭৭৭ | তামিল | অতিথি শিল্পী | |
২০১০ | সুওয়ান্দা দেনুনা জেওইথে | রাশমি | সিংহলি | |
২০১০ | দ্রোহি | রোজা | তামিল | অতিথি শিল্পী |
২০১০ | ওরাঙ্গে | মেনাকশী | তেলুগু | অতিথি শিল্পী |
২০১১ | স্মোকিং কিলস | পূজা | ইংরেজি | শর্ট ফিল্ম |
২০১২ | কুসা পাভা | পাবাওথি | সিংহলি | সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী জন্য দেরানা লুক্স চলচ্চিত্র পুরস্কার মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য দেরানা লুক্স চলচ্চিত্র পুরস্কার মনোনীত - সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রীর জন্য হিরু গোল্ডেন চলচ্চিত্র পুরস্কার |
২০১২ | মিরেজ | প্রিয়া | ইংরেজি | শর্ট ফিল্ম |
২০১৩ | ভিডিয়ুম মুন | রেখা | তামিল | শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য নরওয়ে তামিল চলচ্চিত্র উৎসব পুরস্কার
শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ভিকাতান পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার নারী বিহাইন্ডউডস গোল্ড সুমিত মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বিজয় পুরস্কার মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য এডিসনের পুরস্কার মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার |
২০১৪ | কডভুল পাতি মিরুগম পাতি | তামিল | চিত্রগ্রহণ (অতিথি শিল্পী) |
টেলিভিশন
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | নোট |
---|---|---|---|---|
২০১৩ | দাস্কোন | রাজকুমারী প্রামিলা | সিংহলি |
তথ্যসূত্র
- "Actress Pooja gets married - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। জানুয়ারী ১৬, ২০১৭।
- "Screen presence"। The Hindu। Chennai, India। ২৭ এপ্রিল ২০০৭। ২৭ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৫।
- "Pooja Umashanker: About Me"। Pooja Umashankar। ২০১০-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-৩০।
- "I am enjoying every moment of acting"। The Hindu। Chennai, India। ২০০৭-০৫-৩০। ২০১৩-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-২৯।