পুর গিরিনাথ মন্দির
পুর গিরিনাথ (সংস্কৃত:पुर गिरिनाथ) হল পূর্ব তিমুরের সবচেয়ে বৃহৎ বালিদ্বীপীয় হিন্দু মন্দির[1][2] মন্দিরটি পূর্ব তিমরের দিলি জেলার সদর দিলি শহরে অবস্থিত। মন্দিরটি শহরাঞ্চল থেকে দূরবর্তী পাহাড়ি অঞ্চলে অবস্থিত,তবে গাড়িতে করে সেখানে পৌছানো সম্ভব।[2]
পুর গিরিনাথ | |
---|---|
![]() পুর গিরিনাথ মন্দির | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | দিলি জেলা |
অবস্থান | |
অবস্থান | দিলি |
দেশ | পূর্ব তিমুর |
স্থাপত্য | |
সম্পূর্ণ হয় | ২৭ জুন ১৯৮৭ |
মন্দির | ১ |
![](../I/01_Hindutempel_2016-07-05.jpg.webp)
ইতিহাস
তিমুরে ঐতিহ্যবাহী হিন্দু জনসংখ্যা রয়েছে। যখন পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার অধীনস্থ ছিল,তখন ইন্দোনেশিয়ার বালি থেকে আসা হিন্দু অভিবাসীদের দ্বারা মন্দিরটি নির্মিত হয়েছিল।[3] ১৯৮৭ সালের জুন মাসে ইন্দোনেশিয়ার প্রাদেশিক গভর্নর মারিয়ো ভিগাস কারাসকালাও মন্দিরটির নির্মাণ সম্পূর্ণ করেন।[4] পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়া পৃথক হওয়ার পর, অধিকাংশ হিন্দুরা দেশটি ছেড়ে চলে যায়। ২০১৫ সালে, শুধুমাত্র ২৭২ জন ব্যক্তি নিজেদের হিন্দু বলে দাবি করেছিল। দীর্ঘদিনের অযত্নে,বর্তমানে মন্দিরটি সম্পূর্ণ ভগ্নপ্রাপ্ত।যদিও ইন্দোনেশিয়া সরকার ও পূর্ব তিমুর সরকারের কিছু বালিনিজ মানুষ মন্দিরটির পুনরুজ্জীবনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছেন।[2]
মন্দিরের চিত্র
আরো দেখুন
তথ্যসূত্র
- The Bali Times: Pastika Thanks Gusmao over Dili Temple, accessed on November 24, 2015.
- "Pura Girinatha, Satunya-Satunya Pura di Dili Timor Leste" [Girinatha Temple, The Only Temple in Dili East Timor] (Indonesian ভাষায়)। Beritabali.com। ১২ সেপ্টেম্বর ২০১৬। ২০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭।
- Direcção Nacional de Estatística: Results of the 2015 Census ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে, accessed on 23 November 2016.
- Photo of commemorative plaque on Commons