পুরন্দর সিং

পুরন্দর সিং (১৮১৮১৯, ১৮৩৩১৮৩৮) অসমের আহোম সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন। তাকে দু'বার রাজা করা হয়েছিল। প্রথমবার ১৮১৮ সালে চন্দ্রকান্ত সিংকে পদচ্যুত করার পর রুচিনাথ বুঢ়াগোঁহাই তাকে রাজা করেন।[1] ১৮১৯ সালে মান দ্বিতীয়বার অসম আক্রমণ করে আহোম সেনাকে পরাস্ত করে এবং চন্দ্রকান্ত সিংকে পুনরায় সিংাসনে বসায়। পুরন্দর সিং ব্রিটিশদের সহায়তা নিয়ে রুচিনাথ বুঢ়াগোহাঁইর সাথে মানকে আটকানোর চেষ্টা অব্যাহত রাখেন। প্রথম ইং-বর্মী যুদ্ধের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানের হাত থেকে অসম উদ্ধার করে। অপরিচিত স্থানে শাসন করতে অসুবিধা হাওয়ায় এবং বিদেশী অপশাসনের প্রতি স্থানীয় লোকের অসন্তোষ দেখে ব্রিটিশ প্রশাসন উজানি আসাম অংশ একজন আহোম কুমারকে দিতে সিদ্ধান্ত নেয়। পুরন্দর সিং বাছাইতে ওঠায় ১৮৩৩ সালের এপ্রিলে শদেয়ামটক অঞ্চলের বাইরে গোটা উজানি আসাম আনুষ্ঠানিকভাবে তাকে দেয়া হয়। বিনিময়ে পুরন্দর সিং বছরে ৫০,০০০ টাকা কর দিতে রাজি হন। ১৮৩৩ সালে নিয়মিতভাবে কর না শোধ হাওয়ায় পুরন্দর সিংকে অনুপযুক্ত মনে করে ব্রিটিশরা তার রাজ্য অধিকার করে এবং ফলে আহোম রাজবংশের ৬০০ বছরের শাসনের সমাপ্তি ঘটে।[2]

তথ্যসূত্র

  1. Gait, E. A. (২২৩)। A History of Assam, 2nd edition। Calcutta: Thacker, Spink & Co.। পৃষ্ঠা 223
  2. Bhuyan Dr. S.K. (১৯৬৮)। Tunkhungia Buranji or A History of Assam (1681-1826), 2nd edition। Guwahati: Department of HISTORICAL AND ANTIQUARIAN STUDIES IN ASSAM। পৃষ্ঠা 211।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.