পুকড়া ইউনিয়ন
পুকড়া ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
পুকড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() পুকড়া ![]() ![]() পুকড়া | |
স্থানাঙ্ক: ২৪°২৬′৫৬.০০০″ উত্তর ৯১°২৫′১৯.৯৯৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | বানিয়াচং উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | হাফেজ মোঃ শামরুল ইসলাম |
আয়তন | |
• মোট | ৪,২৩৯ হেক্টর (১০,৪৭৫ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২৪,৯৭২ |
• জনঘনত্ব | ৫৯০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ১১ ৮২ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
পুকড়া ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অবস্থির একটি ইউনিয়ন। পুকড়া ইউনিয়নের উত্তরে বানিয়াচং দক্ষিন পূর্ব ও খাগাউড়া ইউনিয়ন অবস্থিত, দক্ষিনে সুবিদপুর ও হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন অবস্থিত, পূর্বে খাগাউড়া ও হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন অবস্থিত এবং পশ্চিমে সুবিদপুর ও বানিয়াচং দক্ষিন পূর্ব ইউনিয়ন অবস্থিত।
আয়তন ও জনসংখ্যা
আয়তন– ২৭.৯০ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা– ৪৩,৬০৩ জন।
শিক্ষা
শিক্ষার হার : ৫১%।
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৮টি
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যায়ন ১টি
- মাদ্রাসা- ৪টি
দর্শনীয় স্থান
- বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র -নাগুড়া
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- হাফেজ মোঃ শামরুল ইসলাম০১৭১৩২৯৭৪৯০
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মোঃ নুরুল হক | |
০২ | আবুল কালাম | |
০৩ | মোফাজ্জল হক | |
৪ | অলি আহমেদ | |
৫ | অসিত রঞ্জন দাস | |
৬ | মোঃ মনিরুজ্জামান | |
৭ | প্রনয় দাস | |
৮ | ফারুক মিয়া | |
৯ | অলি মিয়া তালুকদার | |
১,২,৩ | জরিনা খাতুন | |
৪,৫,৬ | ইয়াছমিন আক্তার | |
৭,৮,৯ | পারভীন আক্তার
আরও দেখুনতথ্যসূত্র
বহিঃসংযোগ |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.