পিলজংগ ইউনিয়ন
পিলজংগ ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[1] এটি ২৯.৭৮ কিমি২ (১১.৫০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২২,৩৬৭ জন।[2]
পিলজংগ | |
---|---|
ইউনিয়ন | |
পিলজংগ ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | বাগেরহাট জেলা |
উপজেলা | ফকিরহাট উপজেলা |
আয়তন | |
• মোট | ২৯.৭৮ বর্গকিমি (১১.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,৩৬৭ |
• জনঘনত্ব | ৭৫০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | piljangaup |
গ্রামসমূহ
পিলজংগ ইউনিয়নে ৯টি গ্রাম রয়েছে।
- টাউন নওয়াপাড়া
- বৈলতলী
- শ্যামবাগাত
- পিলজংগ-১
- পিলজংগ-২
- পিলজংগ-৩
- বালিয়াডাংগা-১
- বালিয়াডাংগা-২
- বালিয়াডাংগা-৩
তথ্যসূত্র
- "পিলজংগ ইউনিয়ন"। ফকিরহাট উপজেলার ইউনিয়ন। piljangaup.bagerhat.gov.bd। ২০২০।
- "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.