পিরোজপুর-১
পিরোজপুর-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি পিরোজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২৭নং আসন।
পিরোজপুর-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | পিরোজপুর জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার | ৪,১৮,৯৭৪ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | শ ম রেজাউল করিম |
সীমানা
পিরোজপুর-১ আসনটি পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলা, নেছারাবাদ উপজেলা ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে একেএমএ আউয়াল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: পিরোজপুর-১[6][7] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | একেএমএ আউয়াল | ১,০১,৭১০ | ৪৮.৮ | +৮.৯ | ||
জামায়াতে ইসলামী | দেলাওয়ার হোসাইন সাঈদী | ৯৪,৭১৪ | ৪৫.৫ | -১১.৭ | ||
জাতীয় পার্টি | মোস্তফা জামাল হায়দার | ৮,৪০৬ | ৪.০ | প্র/না | ||
জাতীয় পার্টি | মোঃ নজরুল ইসলাম | ২,৫৩৬ | ১.২ | -০.৯ | ||
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন | মোঃ আবু সাঈদ | ৫১২ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | তপন কুমার মিত্র | ২৭৫ | ০.১ | প্র/না | ||
বিকল্পধারা | শামসুল জালাল চৌধুরী | ৯৮ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | সৈয়দ শহিদুল হক জামাল | ৩৮ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৯৯৬ | ৩.৪ | -১৪.০ | |||
ভোটার উপস্থিতি | ২,০৮,২৮৯ | ৮৭.১ | +১০.৭ | |||
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: পিরোজপুর-১[8] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জামায়াতে ইসলামী | দেলাওয়ার হোসাইন সাঈদী | ১,১০,১০৮ | ৫৭.২ | +২০.২ | |
আওয়ামী লীগ | সুধাংশু শেখর হালদার | ৭৬,৭৩১ | ৩৯.৯ | +৩.১ | |
জাতীয় পার্টি | মোঃ নজরুল ইসলাম | ৪,০৫৯ | ২.১ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | সাদেক আহম্মদ | ১,০৫৩ | ০.৫ | প্র/না | |
স্বতন্ত্র | আব্দুল্লাহিল মাহমুদ | ২০৯ | ০.১ | প্র/না | |
জাসদ | পঙ্কজ কুমার ডাকুয়া | ১২০ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মনীন্দ্র নাথ ধালি | ৫৮ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,৩৭৭ | ১৭.৪ | +১৭.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৯২,৩৩৮ | ৭৬.৪ | -০.৯ | ||
জামায়াতে ইসলামী নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: পিরোজপুর-১[8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জামায়াতে ইসলামী | দেলাওয়ার হোসাইন সাঈদী | ৫৫,৭১৭ | ৩৭.০ | +২০.৩ | ||
আওয়ামী লীগ | সুধাংশু শেখর হালদার | ৫৫,৪৩৭ | ৩৬.৮ | -৮.৭ | ||
জাতীয় পার্টি | মোস্তফা জামাল হায়দার | ৩০,০০৯ | ১৯.৯ | +১৭.৭ | ||
বিএনপি | গাজী নুরুজ্জামান বাবুল | ৫,৯১২ | ৩.৯ | -২৭.৮ | ||
ইসলামী ঐক্য জোট | শেখ রফিক আহমেদ | ২,৯০৪ | ১.৯ | -০.৭ | ||
জাকের পার্টি | শাহেদুল ইসলাম পান্না | ৩০৯ | ০.২ | -০.১ | ||
স্বতন্ত্র | খিতিশ চন্দ্র মণ্ডল | ২২৮ | ০.২ | প্র/না | ||
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন | মোঃ বেলায়েত হোসেন আল ফিরোজি | ১৯০ | ০.১ | প্র/না | ||
ফ্রিডম পার্টি | মোঃ এমদাদুল কবির | ৩৫ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৮০ | ০.২ | -১৩.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৫০,৭৪১ | ৭৭.৩ | +২৫.০ | |||
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: পিরোজপুর-১[8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | সুধাংশু শেখর হালদার | ৫৫,৪০৫ | ৪৫.৫ | |||
বিএনপি | গাজী নুরুজ্জামান বাবুল | ৩৮,৫৩৮ | ৩১.৭ | |||
জামায়াতে ইসলামী | তোফাজ্জেল হোসেন | ২০,৩৫০ | ১৬.৭ | |||
ইসলামী ঐক্য জোট | এ জব্বার | ৩,২১৫ | ২.৬ | |||
জাতীয় পার্টি | শিদুল হায়দার | ২,৬৮০ | ২.২ | |||
গণতন্ত্রী পার্টি | আলী হায়দার খান | ৪৭৪ | ০.৪ | |||
জাকের পার্টি | শহিদুল কালাম | ৩৬৯ | ০.৩ | |||
স্বতন্ত্র | এএইচ নাসির আলী | ২৫৬ | ০.২ | |||
জাতীয় ঐক্যফ্রন্ট | রেজাউর করিম | ১৯৩ | ০.২ | |||
স্বতন্ত্র | লিয়াকত আলী শেখ | ১৬৮ | ০.১ | |||
বাংলাদেশ জাতীয় কংগ্রেস | অমর কৃষ্ণ | ৫৪ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৮৬৭ | ১৩.৯ | ||||
ভোটার উপস্থিতি | ১,২১,৭০২ | ৫২.৩ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.