পিরুজালী ইউনিয়ন
পিরুজালী ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত ইন্দ্ররাজার রাজত্বের শেষ সময়ে এই অঞ্চলের নাম ছিল পিরুপালি। এই পিরুপালি শব্দ থেকে পিরু জালী ইউনিয়ন নাম হয়েছে। আবার গ্রামের মানচিত্রের দিকে তাকালে একে অনেকটা ত্রিকোণাকৃতি জালের মত দেখায়। এই অঞ্চলের মানুষ জালকে জালী বলে থাকেন।
পিরুজালী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
পিরুজালী ইউনিয়ন পরিষদ। | |
পিরুজালী ইউনিয়ন পিরুজালী ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২৪°৮′১২″ উত্তর ৯০°২১′৫৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গাজীপুর জেলা |
উপজেলা | গাজীপুর সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ সাইফুল্লাহ সরকার মনজু |
জনসংখ্যা | |
• মোট | ৪০,০০০ (প্রায়) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন ও জনসংখ্যা
গ্রামের সংখ্যা: ১টি ( বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম পিরুজালী এবং একটি গ্রাম নিয়েই একটি ইউনিয়ন )
মোট জনসংখ্যা: ৪০,০০০ জন (প্রায়)।
ওয়ার্ড সংখ্যা: ৯ টি
- ১ নং ওয়ার্ড:
- ৮ নং ওয়ার্ড: বকচর পাড়া ও হাজীপাড়া নিয়ে গঠিত।
শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠান:
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৭টি
- উচ্চ বিদ্যালয়: ০২টি
- ফাজিল মাদ্রাসা:০১টি
দর্শনীয় স্থান
বঙ্গবন্ধু সাফারী পার্ক: পিরুজালী গ্রামের উত্তর প্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী ভাওয়াল গড়ের রাথুরা গজারী বনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বঙ্গবন্ধু সাফারী পার্ক।
নুহাশ পল্লী: দেশবরেণ্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর নুহাশ পল্লী পিরুজালীতে অবস্থিত।[1]
আরও দেখুন
তথ্যসূত্র
- "দর্শনীয় স্থান - পিরুজালী ইউনিয়ন"। pirujaliup.gazipur.gov.bd। ২০২১-০৭-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২২।