পিয়ের দ্য ফের্মা
পিয়ের দ্য ফের্মা[2] (ফরাসি: Pierre de Fermat) (৩১ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর ১৬০৭ এর মধ্যে - ১২ জানুয়ারি ১৬৬৫) সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ। ১৬৩৭ সালে তিনি একটি গাণিতিক উপপাদ্য প্রস্তাব করেন যেটি পরবর্তীতে ফের্মার শেষ উপপাদ্য হিসেবে পরিচিতি লাভ করে। ফের্মার মৃত্যুর পর তিন শতাব্দীরও অধিক সময় ধরে গণিতবিদরা এটি প্রমাণ করার চেষ্টা করেন। অবশেষে ১৯৯৫ সালে ইংরেজ গণিতবিদ অ্যান্ড্রু ওয়াইল্স উপপাদ্যটি প্রমাণ করতে সক্ষম হন।
পিয়ের দ্য ফের্মা | |
---|---|
জন্ম | ৩১ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর ১৬০৭ এর মধ্যে[1] Beaumont-de-Lomagne, ফ্রান্স |
মৃত্যু | ১২ জানুয়ারি ১৬৬৫ (বয়স ৬৩ অথবা ৫৭) Castres, ফ্রান্স |
জাতীয়তা | ফরাসি |
পরিচিতির কারণ | সম্পূর্ণ তালিকা দেখুন সংখ্যাতত্ত্ব অ্যানালাইটিক জিওমেট্রি ফার্মার উপপাদ্য সম্ভাবনা তত্ত্ব ফের্মার শেষ উপপাদ্য Adequality |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত এবং আইন |
যাদের দ্বারা প্রভাবান্বিত | François Viète, জিরোলামো কার্দানো, দাওফান্তাস |
ফের্মার কাজ থেকে পরবর্তী সময়ে ক্যালকুলাসের জন্ম হয়েছে বলে ধারণা করা হয়। কয়েকটি বিশেষ কাজের জন্য তাকে আলাদাভাবে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে একটি বক্র রেখার সর্বোচ্চ ও সর্বনিন্ম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় যা কিনা সে সময় অন্তরকলন জানা না থাকায় সহজ ছিল না। সংখ্যাতত্ত্বে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
পাদটীকা
- "Pierre de Fermat"। The Mactutor History of Mathematics। ৬ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৩।
- এই ফরাসি ব্যক্তি নামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
উইকিমিডিয়া কমন্সে পিয়ের দ্য ফের্মা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.